ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ পৃথিবীতে একেক ধরনের মানুষের একেক রকমের সখ। এ যেন বৈচিত্র ও ভিন্ন ধরনের সখ দৃশ্যমান! ব্যতিক্রম ধরনের সখ লক্ষ করা গেলো জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার চিকাজানী উত্তর পাড়া গ্রামের মোখলেছুর রহমানের।
নিত্য দিন বড়শি দিয়ে মাছ ধরে খাওয়াচ্ছে তার পোষা প্রানীটিকে। তিনি সখের বশে বাড়ীতে পুষেছেন একটি বড় আকারের সাদা বক। পোষা বকের নাম দিয়েছেন দেবদাস। নাম বলে ডাক দিতেই ঝড়ের গতিতে তার কাছে ছুটে আসে এই আড়াই বছর বয়সী দেবদাস নামের বক পাখিটি। যা স্থানীয় লোকজন সহ সাংবাদিকদের তাক লাগিয়ে দেবার মত কারবার।
মোখলেছুর রহমান জানান- আড়াই বছর আগে ডানা ভাঙ্গা ছোট একটা বকের বাচ্চা রাস্তার ধারে পড়ে থাকা অবস্থায় লক্ষ করা যায়। আমি সেখান থেকে অসুস্থ বকের বাচ্চাটিকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসে নিয়ে যাই। ভিএস সারের কাছে যথারীতি চিকিৎসা ও পরামর্শ নেই। কিছু দিনের মধ্যেই ডানা ভালো হয় ও বড় হতে থাকে।
এখন সে সম্পুর্ন সুস্থ ও উড়তে সক্ষম। সারাদিন পুকুরপাড় ও বাড়ীর সিমানায় ঘোরাঘুরি করে। মনের ইচ্ছে মত উড়ে বেড়ায়। আমি আমার সন্তানের মতই আদর করি এই দেবদাসকে। বিভিন্ন এলাকার সখ প্রিয় মানুষ গুলো নিত্য দিন এই দেব দাসকে দেখতে এসে ভীড় জমায়।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।