জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে লকডাউনে মোবাইল কোর্ট পরিচালনা কালে ব্যবসায়ীদের তোপের মুখে পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম।
ঘটনাটি ঘটেছে ৫ এপ্রিল বিকেল সোয়া ৫টার দিকে।
জানা গেছে, সরকার ঘোষিত লকডাউন চলাকালে দোকান খোলা রাখায় ওইদিন বিকেলে মোবাইল কোর্টের আওতায় ৩/৪টি দোকান্দারকে জরিমানা করে। এতে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা শাপলা মার্কেটে জমায়েত হয়ে ম্যাজিস্ট্রেটের সামনে লকডাউন বিরোধী শ্লোগান দেয়।
ওসি তদন্ত আব্দুল মজিদ এবং আ’লীগ সাধারণ সম্পাদক ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের শান্ত করার চেষ্টা করেন। তাতেও ব্যবসায়ীদের থামানো যাচ্ছিল না।
ইতোমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন ব্যবসায়ীদের সমস্যাটি শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেন। এরপর বণিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শামীম বিক্ষুব্ধদের শান্ত করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।