কাজিপুর প্রতিনিধি: করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকির মধ্যেও সরকারের বিধি-নিষেধ উপেক্ষা করে কোন প্রকার অনুমোদন না নিয়ে সিরাজগঞ্জের কাজিপুরে গরু-ছাগলের হাট লাগাতে মাইকিং করেন কাজিপুর পৌর মেয়র। গত তিনদিন যাবৎ এই হাটের প্রচার প্রচারণা চালান তিনি। পৌর এলাকার ব্যস্ততম রাস্তার পাশে এ হাট লাগানো হলে চরম জনদুর্ভোগ সৃষ্টির আশংকা রয়েছে এবং করোনার প্রকোপ আরও ছড়িয়ে পড়তে পারে এমনটি আশঙ্কা করে স্থানীয় প্রশাসন ওই হাটের অনুমতি দেয়নি। কিন্তু এরপরেও হাটের প্রচারণা চলেছে। সোমবার (২৮ জুন) সকাল থেকেই কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নানের নির্দেশে আলমপুর-সোনামুখী আঞ্চলিক সড়কের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় রাস্তার পাশেই এ হাট লাগানোর প্রস্তুতি নেয়া হয়। জনগুরুত্বপূর্ণ এ এলাকায় হাট লাগানোর বিষয় নিয়ে সংশয় প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।
এদিকে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, মেয়র সাহেব পশুর হাটের জন্য কোন আবেদন করেননি। হাটের মাইকিং শুনে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় পুলিশকে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছেন। আমরা রিপোর্ট দিয়েছি।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, স্থানীয়ভাবে পশুর হাট লাগাতে হতে উপজেলা ও জেলা প্রশাসকের অফিস থেকে আবেদন করে অনুমতি নিতে হয়। কাজিপুর পৌর মেয়র তা নেননি। আমি হাটের মাইকিং শুনে এ বিষয়ে জেনেছি। এছাড়াও করোনার পরিস্থিতি ভাল না। আমাদের অফিসের একজন কর্মচারিও করোনায় মারা গেছেন। এ অবস্থার মধ্যে দায়িত্বশীল পদে থেকে কি করে গরুর হাট লাগানোর চেষ্টা করছেন সেটা বোধগম্য নয়। এই হাটের পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে জেলা প্রশাসক বরাবর চিঠি দেয়া হয়েছে। দুপুরে মেয়র আমাকে ফোন করে হাট বন্ধ করেছেন বলে জানান।
কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী বলেন, আমি নিজে ফোন করে মেয়রকে হাট বন্ধ করতে অনুরোধ করেছি।
এদিকে পৌর মেয়র আব্দুল হান্নান, গরুর হাট লাগানোর প্রস্তুতির কথা স্বীকার করে বলেন, পৌরসভার কিভাবে আয় বাড়িয়ে কর্মচারীদের বেতন নিশ্চিত করার বিষয়টি মাথায় রেখে আমি পৌর এলাকায় একটি পশুর হাট লাগানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। জেলা প্রশাসক বরাবর আবেদনও করা হয়েছে। তিনদিন ধরে মাইকিং করেছি। আজকে আমরা হাটটি উদ্বোধন করতে যাচ্ছিলাম।কিন্তু করোনা পরিস্থিতির কারণে হাট বন্ধ করে দেয়া হয়েছে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।