জামালপুরে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ।গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাস২৫.৪২ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে২৬.৪২ হয়। যা গতকালের তুলনায় নতুন করে ০.৮২ শতাংশ বেশি হয়েছে। একদিনে এক চিকিৎসক সহ ৪৬জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়াও পৌর এলাকায় একজনের মৃত্যু।
বরিবার (২৭জুন) রাতে এই তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ ল্যাবে ও রেপিড এন্টিজেনে ১৭৫টি নমুনা ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এক চিকিৎসক সহ ৪৬জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ওই ব্যক্তিদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় নমুনা পরীক্ষায় শনাক্ত হয়। এছাড়াও পৌর এলাকার মদন বাবু (৬০) বছর বয়সী এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পরে মারা যান। এখন পযর্ন্ত জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে রোগী ভর্তি হয়ে চিকিৎসক নিচ্ছেন। এছাড়াও হোম আইসোলেশনে আছে ৩৩০জন করোনা শনাক্ত রোগী।
নতুন শনাক্ত হয়েছে, সদরে২৩, সরিষাবাড়ি ৮, বকশিগঞ্জে ৬, মেলান্দহে ৩, মাদারগঞ্জে৩, দেওয়ানগঞ্জে ২, ইসলামপুরে ১ জন জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৭১৭জন, মোট সুস্থ ২৩১২জন, মোট মৃত্যু ৪৭জন। রেফার্ড ৪১জন।
জামালপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. মো. মাহফুজুল রহমান সোহান জানান, মানুষ যত দিন না, সরকারি স্বাস্থ্য বিধি, কঠোর ভাবে বিধিনিষেধ পালন করবে। তত বেশি করোনা ঝুঁকির মধ্যে থাকতে হবে।তাই সবার কথা চিন্তা করে সবাই সরকারি বিধি মেনে চলি, সুস্থ জিবন যাপন করি।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।