কাজিপুরে জাতীয় যুবদিবসে ঋণ ও সনদ বিতরণ
কাজিপুর প্রতিনিধি: দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ- প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় যুবদিবসে আলোচনা ঋণ ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।
উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে যুবদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলম মোল্লা, বক্তব্য রাখেন।পরে প্রশিক্ষিত যুবক-যুবতীদের মাঝে ঋণ ও সনদ বিতরণ করা হয়।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।