ই-পাসপোর্ট চালু হলো সংযুক্ত আরব আমিরাতে

S M Ashraful Azom
0
ই-পাসপোর্ট চালু হলো সংযুক্ত আরব আমিরাতে



সেবা ডেস্ক: সংযুক্ত আ’রব আমিরাতে’র প্রবাসী বাংলাদেশিদে’র প্রতীক্ষা’র পালা শেষ হলো। অবশেষে -পাসপোর্ট সেবা চালু হলো আমিরাত প্রবাসিদে’র জন্য। 

দক্ষিণ এশিয়া’র মধ্যে ভিনদেশে’র প্রথম কোনো দেশ হিসেবে আমিরাতে সেবা চালু হলো। একইভাবে ২০১০ সালে এমআ’রপি পাসপোর্ট সেবা আমিরাতেই প্রথম চালু হয়েছিল বলে আমিরাত প্রবাসীরা আনন্দ প্রকাশ ক’রছেন।

বৃহস্পতিবা’র (২৩ ডিসেম্ব’র) আমিরাতে’র রাজধানী আবুধাবিতে -পাসপোর্ট কার্যক্রমে’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠান শুরু হয়। -পাসপোর্ট কার্যক্রমে’র উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসে’র রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফ’র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে’র (নিরাপত্তা বহিরাগমন অনুবিভাগ) সু’রক্ষা সেবা বিভাগে’র অতিরিক্ত সচিব মুহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।

এতে উপস্থিত ছিলেনলেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন, লেফটেন্যান্ট কর্নেল নাজমুন, কে এম মাজহারুল ইসলাম, আনিসু’র ‘রহমান, রাবিয়াসহ আমিরাতে অবস্থান’রত বিভিন্ন কমিনিউটি’র নেতৃবৃন্দ।

রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রথম যখন মেশিন রিডেবল পাসপোর্ট ২০১১ সালে (এমআ’রপি) পাসপোর্ট দুবাই কনস্যুলেটে’র কনসাল জেনারেলে’র দায়িত্বকালীন সময়ে দেওয়া হয়েছিল; আবা’র ২০২১ সালে এসে আবুধাবিতে রাষ্ট্রদূত দায়িত্ব পালনকালে মধ্যপ্রাচ্যে’র প্রথম আমিরাতে -পাসপোর্ট কার্যক্রম চালু ক’রতে পেরে আমি আনন্দিত। প্রবাসীদে’র এমআ’রপি পাসপোর্টে’র মেয়াদ শেষ হলে সাথে সাথে -পাসপোর্টে’র সেবা নিতে পা’রবেন। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top