কাজিপুরে স্বাস্থ্য ক্যাম্প
কাজিপুর প্রতিনিধি: কাজিপুরে স্বাস্থ্য ক্যাম্প করেছে ইউনাইটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস ফর প্রোগ্রামড অ্যাকশনস (উদ্দীপন)।
কাজিপুর উপজেলা শাখার আয়োজনে রোববার(৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত এই ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয়। উপজেলার হাটশিরা, মাথাইলচাপড়, বাসটার্মিনাল, ফায়ার সার্ভিস, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে এই সেবা প্রদান করা হয়।
এসময় ডায়াবেটিস, রক্তচাপ নির্ণয়, ওজন পরিমাপ, শরীরের তাপমাত্রা নির্ণয় সহ জ্বর, ঠাণ্ডার প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
স্বাস্থ্য সেবা প্রদান করেন উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. রিতা মাহাত ও তার টিম। সার্বিক তত্বাবধানে ছিলেন উদ্দীপনের কাজিপুর উপজেলা শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।