কাজীপুরে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে নতুন ওসির শ্রদ্ধা
🕧Published on:
কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: কাজিপুর থানায় যোগদান করেই বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত। তিনি সিরাজগঞ্জের কাজীপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
রোববার (৬ ফেব্রুয়ারি) কাজীপুর উপজেলায় প্রাণকেন্দ্রে অবস্থিত স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় মুক্তিযুদ্ধ চলাকালীন জাতির পিতা বঙ্গবন্ধুর অবিসংবাদিত ও অদম্য নেতৃত্বের কথা এবং মহান মুক্তিযুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় ও দূরদর্শী স্বপ্নের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
পরে বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা সহ পরিবার পরিজনের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেব খাঁন সহ থানার সকল পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
শুক্রবার সন্ধ্যায় কাজীপুর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন শ্যামল কুমার দত্ত।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।