কুড়িগ্রামে উদ্ধারকৃত গো-মুর্তি উত্তরবঙ্গ যাদুঘরে হস্তান্তর

🕧Published on:

কুড়িগ্রামে উদ্ধারকৃত গো-মুর্তি উত্তরবঙ্গ যাদুঘরে হস্তান্তর


ডা : জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার নেওয়াশি ইউনিয়নের বামনটারী গ্রামে পুরাতন মন্দিরের ধ্বংসাবশেষ থেকে উদ্ধারকৃতি কথিত কষ্টিপাথরের গো-মুর্তিটি আদালতের মাধ্যমে কুড়িগ্রামে অবস্থিত উত্তরবঙ্গ যাদুঘরে হস্তান্তর করা হয়েছে। 

মঙ্গলবার সকালে কুড়িগ্রাম নতুন শহরস্থ উত্তরবঙ্গ যাদুঘরে গোমুর্তি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, উত্তরবঙ্গ যাদুঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সদ্য একুশে পদকপ্রাপ্ত গুণিজন এডভোকেট এসএম আব্রাহাম লিংকন, এডিশনাল পুলিশ সুপার মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উৎপল কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার নাগেশ^রী সার্কেল সুমন রেজা, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, বীরমুক্তিযোদ্ধা এসএম হারুন অর রশীদ লাল, অধ্যাপক নাজমুন নাহার সুইটি প্রমুখ।


উল্লেখ্য, ২০২১ সালের ১০ জুলাই নাগেশ^রী থানা পুলিশ ২০ কেজি ওজনের গো-মুর্তিটি উদ্ধার করে কুড়িগ্রাম পুলিশ সুপার অফিসে স্থানান্তর করে। 


পরে কুড়িগ্রামের বিশিষ্ট নাগরিকগণ ও উত্তরবঙ্গ যাদুঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের আবেদনের প্রেক্ষিতে আদালত গো-মুর্তিটি উত্তরবঙ্গ যাদুঘরে রাখার নির্দেশনা প্রদান করে। 


তারই আলোকে মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা কথিত কষ্টি পাথরের গো-মুর্তিটি উত্তরবঙ্গ যাদৃুঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সদ্য একুশে পদকে মনোনিত এডভোকেট এসএম আব্রাহাম লিংকনের হাতে তুলে দেন। 


এসময় পুলিশ বিভাগের কর্মকর্তাগণ, উত্তরবঙ্গ যাদুঘরের ট্রাস্টিগণ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।