নবাবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় সন্তান পেল তার হারানো পিতাকে

🕧Published on:

 : দিনাজপুরের নবাবগঞ্জ থানাধীন ভোটার পাড়া এলাকায় একজন ষাটোর্ধ্ব ব্যক্তিকে অসুস্থ অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে।

নবাবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় সন্তান পেল তার হারানো পিতাকে



 উক্ত ব্যক্তি তার নাম ঠিকানা বলতে না পারায় অত্র এলাকার জনৈক মোঃ বুলু মিয়া নবাবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। 


নবাবগঞ্জ থানা পুলিশ সেই ব্যক্তির নাম ঠিকানা যাচাই করে জানতে পারে যে, লোকটি কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নাওশালা গ্রামের মিস্ত্রিবাড়ির মৃত কাশেম আলীর ছেলে মোঃ আব্দুর রশিদ(৬৫)।


পরবর্তীতে তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করা হয়। তার পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় যে, তিনি ২০২২ সালের জুলাই মাসের ১৫ তারিখ তার ছোট ছেলে মোঃ শাহিন(২৫) এর বর্তমান ঠিকানা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নস্থ আদর্শ তল্লাপাড়া থেকে নিখোঁজ হন।


অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ বুধবার (১২ সেপ্টেম্বর) তার ছেলে মোঃ শহিন সহ নিকট আত্মীয়রা নবাবগঞ্জ থানায় এসে তার পরিচয় নিশ্চিত করেন।

 

পরবর্তীতে উক্ত ব্যক্তিকে তার আত্মীয় স্বজনের উপস্থিতিতে তার ছেলে মোঃ শাহিনের জিম্মায় প্রদান করা হয়।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।