কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর ভাঙন থেকে রক্ষায় নির্মিত তীররক্ষা প্রকল্পের আওতায় জিওটিউব ডাম্পিং শুরু হয়েছে।
![]() |
কাজিপুরে যমুনা নদীতীর রক্ষায় জিও টিউব ডাম্পিং শুরু |
সোমবার দুপুরে ডাম্পিংকাজ সরেজমিনে ঘুরে দেখেন পাউবোর উর্ধতন কর্মকর্তাগণ।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসও হাফিজুর রহমান জানান, প্রাথমিক ভাবে কাজিপুরের নতুন মেঘাই থেকে ঢেকুরিয়া শহিদ এম মনসুর আলী ইকোপার্ক পর্যন্ত এক হাজার ছয়শ মিটার এলাকায় ৪ হাজার জিও টিউব ফেলানোর কাজ করা হচ্ছে।
আরও পড়ুন:
এখন নদীতে তেমন ভাঙন নেই। সামনে বর্ষা মৌসুম আসছে। তাই আগে থেকেই তীর ঘেঁেষ বালুভর্তি জিওটিউব ফেলা হচ্ছে। এতে করে এই এলাকা ভাঙনের হাত থেকে রেহাই পাবে। গতবছর এই অংশে ধস নেমেছিলো।
তিনি আরও জানান, এই কাজ আজকে(সোমবার দুপুরে) পরিদর্শন করেন পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন, নির্বাহী প্রকৌশলী মোকলেছুর রহমান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।