দিনাজপুরের বিরলে প্রাইম ব্যাংকের কৃষি ঋণ বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং কৃষকদের উন্নয়নে সহায়তার অংশ হিসেবে দিনাজপুরের বিরল উপজেলায় কৃষি ঋণ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে প্রাইম ব্যাংক পিএলসি।

দিনাজপুরের বিরলে প্রাইম ব্যাংকের কৃষি ঋণ বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি
দিনাজপুরের বিরল উপজেলায় কৃষকদের জন্য কৃষি ঋণ বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে প্রাইম ব্যাংক


এই অনুষ্ঠানে এলাকার ১৫০ জন কৃষক অংশগ্রহণ করেন, যাদের মধ্যে বর্তমান ঋণগ্রহীতা এবং সম্ভাব্য গ্রাহকরাও ছিলেন।


এই কর্মসূচির মূল লক্ষ্য হলো কৃষকদের জন্য সহজ শর্তে ঋণের সুযোগ তৈরি করা এবং ভুট্টা চাষের আধুনিক ও উন্নত পদ্ধতি সম্পর্কে তাদের জ্ঞান বৃদ্ধি করা। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI)-এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার মোস্তাফিজুর রহমান শাহ্।


আরও পড়ুন:


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলার নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম এবং প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (কনজ্যুমার ব্যাংকিং) মো. নাজিম এ. চৌধুরী, হেড অব এগ্রি বিজনেস শাহানা পারভীন ও হেড অব নর্থ রিজিয়ন মো. আবদুল হালিম।


প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ. চৌধুরী বলেন, "এই উদ্যোগ গ্রামীণ উন্নয়নে প্রাইম ব্যাংকের অঙ্গীকারেরই প্রতিফলন। কৃষকদের আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় কৃষি জ্ঞান প্রদানের মাধ্যমে আমরা তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং জীবনযাত্রার মানোন্নয়নে সাহায্য করতে চাই।"


প্রাইম ব্যাংক ভবিষ্যতে এ ধরনের কমিউনিটি-ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে টেকসই কৃষি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত রাখবে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top