রৌমারীতে ভ্রাম্যমান আদালতে ট্রাক্টর জব্দ

Seba Hot News : সেবা হট নিউজ
0

শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি গ্রামে ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে ও বহন করার অভিযোগে ট্রাক্টর গাড়ি জব্দ করেছে উপজেলা প্রশাসন।

রৌমারীতে ভ্রাম্যমান আদালতে ট্রাক্টর জব্দ


 দীর্ঘদিন থেকে প্রশাসনকে ফাঁকি দিয়ে একটি চক্র উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমির মাটি কেটে আসতো। রবিবার (২৯ জুন) বিকালের দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি এলাকায় এ অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার ও রৌমারী থানা পুলিশ।


জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র হলহলিয়া ও ব্রহ্মপুত্র নদীর পাশে ফসলি জমির উর্বর মাটি ভেকুর মাধ্যমে কাটে এবং ট্রাক্টর (কাকড়া) দিয়ে তা বিক্রি করে আসছিল। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়া ছাড়াও কৃষিজমির উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছিল। অবৈধভাবে মাটি কাটার বিষয়টি উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ আসলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়।


আরও পড়ুন:


অভিযান চলাকালে ভেকু মেশিন নিয়ে চালক পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে একটি ট্রাক্টর (কাকড়া) গাড়ি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে মূল অভিযুক্তরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার বলেন, ফসলি জমির মাটি কাটা আইনত দন্ডনীয় অপরাধ। আমরা অভিযোগ পেয়েই অভিযান চালাই এবং অবৈধ ভাবে মাটি কাটার কাজ বন্ধ করি। জব্দ করা গাড়ির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবেশ ও কৃষিজমি রক্ষায় নিয়মিত নজরদারি বাড়ানো হবে।


এব্যাপারে রৌমারী থানার অফিসার ইনর্চাজ লুৎফর রহমান বলেন, এ বিষয়ে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীনে রয়েছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top