কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে বিনামূল্যে চক্ষুরোগিদের চিকিৎসা ও চশমা প্রদান করা হয়েছে।
রবিবার (২৯ জুন) উপজেলার সোনামুখী উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন নবজাগরনী ক্রীড়া সংঘে এই চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে।
সকাল নয়টায় এই চক্ষু শিবিরের উদ্বোধন করেন চাপাইনবাবগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নবজাগরনী ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তালেব।
আরও পড়ুন:
এসময়ন তিনি বলেন, “নব জাগরনী ক্রীড়াসংঘ খেলাধুলার পাশাপাশি সেবামূলক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে প্রায় দুইশ মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসা পেয়েছেন। ”
চিকিৎসা সেবা প্রদান করেন গাক চক্ষু হাসপাতাল বগুড়া’র ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ। সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই সেবা প্রদান করা হয়।
রোগিদের মধ্য থেকে ৬০ জনকে বিশেষ চিকিৎসা সেবা দেবার জন্যে মূল হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান আয়োজনের আউটরিচ কো অর্ডিনেটর শাহিনুর রহমান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।