জামালপুর সংবাদদাতা: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (জাবিপ্রবি) আবারো কোটা ও বৈষম্য বিরোধী আন্দোলনে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা।
১৫ জুলাই বেলা ১১টায় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছে। বিশ^বিদ্যালয় ক্যাম্পাস থেকে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ প্রদর্শনে অংশ গ্রহণ করেছে।
বিক্ষোভ মিছিলটি বিশ^বিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয়ে গোবিন্দগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে দীর্ঘক্ষণ মানববন্ধ করেছে। তারা বৈষম্য, কোটা ও সিন্ডিকেটের বিরুদ্ধে শ্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করে তোলে।
আরও পড়ুন:
বৈষম্য দূর ও কোটামুক্ত নিয়োগ প্রক্রিয়ার দাবিতে প্রকেশলী শিক্ষার্থীরাও ¯েøাগান দেন। এসিস্ট্যান্ড ইঞ্জিনিয়ার (৯ম গ্রেড), সাব এসিস্ট্যান্ড ইঞ্জিনিয়ার (১০ম গ্রেড) বা সমমান পদের জন্য কোন কোটা/পদোন্নতি নয়। উভয় পদের জন্য মেধা ভিত্তিক পরিক্ষায় উত্তীর্ণ এবং বিএসসি ডিগ্রি ধারী হতে হবে। এই মর্মে গেজেট পাশ করার দাবি জানানো হয়।
আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন-সিইসি বিভাগের চেয়ারম্যান সুজিত রায়, ইইই বিভাগের চেয়ারম্যান সিজার রহমান, প্রকৌশলী অধিকার আন্দোলনের চীফ অর্গানাইজার সাকিবুল হক লিপু এবং ইইই বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মিনহাজ প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।