কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল দশটায় কাজিপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী রাসেল রানা ও মেজবাউল হক স্মৃতিচারণ করেন।
আরও পড়ুন:
এরপর পরিবর্তিত বাংলাদেশের বতমান প্রেক্ষাপটে করণীয় বিষয়ে আলোচনায় অংশ নেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম, সমবায় অফিসার খালেদুজ্জামান, যুব উন্নয়ন অফিসার জুলফিকার আলী, সহকারি সহকারি অধ্যাপক আবদুল জলিল প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে জুলাই যোদ্ধাদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।