কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সারা দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিদের নামে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের ও চলমান পরিস্থিতিতে বর্ধিত সভা করেছে কাজিপুর উপজেলা বিএনপি।
![]() |
দেশের চলমান পরিস্থিতিতে কাজিপুর উপজেলা বিএনপির আলোচনা সভা ও প্রতিবাদী মিছিল |
রবিবার সকাল দশটায় উপজেলা কার্যালয়ের এই সভায় প্রতিটি ইউনিয়ন ও পৌর কমিটির সভাপতি এবং সম্পাদকগণসহ দলীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক মেয়র প্রভাষক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, কাজিপুর উপজেলা বিএনপির সাদেক সহসভাপতি এ্যাডেভোকেট রবিউল হাসান, সাবেক সাংগঠননিক সম্পাদক নাসির উদ্দিন রতন, মিজানুর রহমান বাবলু, সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক টিএম তহযিবুল ইসলাম তুষার, সাজ্জাদুর রহমান বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন:
বক্তাগণ চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের সচেতন ও শান্ত থাকার আহবান জানিয়ে বলেন, বিএনপিকে তথা বিএনপির নেতাকর্মীদের নাম জড়িয়ে মিথ্যা বানোয়াট বিভ্রান্তকর প্রোপাগান্ডা চালিয়ে জনগণকে যারা বিএনপির বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে তাদের সেই প্রচেষ্টা কখনোই সফল হবে না।
জনগণকে সাথে নিয়ে বিএনপি তাদের দাঁতভাঙা জবাব দেবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। এর আগে একটি প্রতিবাদী মিছিল উপজেলা শহর প্রদক্ষিণ করে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।