লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরে স্কুল,মাদ্রাসা ও কারিগরি থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে ১০টি বিদ্যালয়ের কোন শিক্ষার্থী পাস করতে পারেনি।
বৃহস্পতিবার (১০ জুলাই) পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে জামালপুর জেলার ফলাফল পর্যালোচনা করে এ তথ্য জানা যায়।
শতভাগ পরিক্ষার্থী অকৃতকার্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে জামালপুর সদর উপজেলার ১টি, মেলান্দহ উপজেলার ৩টি, মাদারগঞ্জ উপজেলার ৩টি, ইসলামপুর উপজেলার ১টি, সরিষাবাড়ী উপজেলার ১টি ও বকশীগঞ্জ উপজেলার ১টিসহ মোট ১০টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেনি।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার মেলান্দহ উপজেলার ১নম্বর দুরমুট ইউনিয়নের কলাবাধা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৬ জন, মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ী এম.এ মজিদ বালিকা বিদ্যালয় থেকে ৮ জন ও সরুলিয়া আহম্মদিয়া বালিকা দাখিল মাদ্রাসা থেকে অংশ নেওয়া ১০ জন শিক্ষার্থীর কেউ উত্তীর্ণ হয়নি।
আরও পড়ুন:
ইসলামপুর উপজেলার সভারচর মডেল জুনিয়র স্কুলের ৪জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছে।
এদিকে সরিষাবাড়ি উপজেলার চাপারকোনা মনজিলা বালিকা বিদ্যালয়ের ১০ জন পরীক্ষার্থীর কেউ পাস করেনি। বকশীগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ হোসনা ওসমানী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাত্র ১জন পরীক্ষার্থী অংশ নিলে সেই পরীক্ষার্থীও ফেল করেছেন।
এছাড়াও জামালপুর সদর উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় থেকে ৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কেউই উত্তীর্ণ হতে পারেনি।
অন্যদিকে মাদারগঞ্জ উপজেলার তিনটি প্রতিষ্ঠান থেকে ৮ জন পরীক্ষার্থী অংশ নিলেও সবাই পরীক্ষায় অকৃতকার্য হয়।
উপজেলার রাবেয়া রইস বালিকা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে ৩ জন, নিশ্চিন্তপুর বালিকা দাখিল মাদরাসা থেকে ১০ জন এবং কে.পি.এইচ আদর্শ উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল) থেকে ৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল কিন্তু কেউই উত্তীর্ণ হয়নি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।