কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে পৃথক দুইটি গুদামে অভিযান পরিচালনা করে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ৩৪৩ বস্তা চাল জব্দ করা হয়েছে।
![]() |
কাজিপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৪৩ বস্তা চাল জব্দ |
বৃহস্পতিবার বিকেলে এনএসআই এর একটি অভিযানিক দল গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালন করে কাজিপুর থানা এলাকার দুইশ গজের মধ্যে অবস্থিত দুটি গুদাম থেকে এই চালের বস্তাগুলো জব্দ করেছে।
এই অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খান হিমেল ।
এসময় পুরাতন মেঘাইয়ের সাবেক ইউপি সদস্য সোলাইমান হোসেনের গুদাম থেকে ৫০ কেজির ৪৫ বস্তা এবং ৩০ কেজির ৪৪ বস্তা চাল জব্দ করা হয়।
আরও পড়ুন:
এরপর পৃথক অভিযানে মেঘাই মৃত আকবর হোসেনের পুত্র সাব্বিরের গুদাম থেকে ৫০ কেজির ২৮ বস্তা এবং ৩০ কেজির ২২৬ বস্তা চাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালিন উভয় গুদামের মালিক পলাতক ছিলেন।
কাজিপুর উপজেলা খাদ্য পরিদর্শক সায়েম রায়হান চৌধুরী বলেন, চালগুলো জব্দ করে খাদ্য গুদামে রাখা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খান হিমেল বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুদাম দুটিতে পৃথকভাবে অভিযান চালানো হয়েছে। গুদাম মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।