জামালপুর সংবাদদাতা: সংবাদ সম্মেলনের মাধ্যেমে রাজনীতি থেকে অব্যাহতি নিলেন জামালপুরের মেলান্দহ উপজেলা আ’লীগের সহসভাপতি ও শ্রমিক লীগের সভাপতি আলহাজ কিসমত পাশা।
![]() |
জামালপুর: জামালপুরের মেলান্দহ আ’লীগের সহসভাপতি ও শ্রমিক লীগের সভাপতি আলহাজ কিসমত পাশা ৩০ আগস্ট দুপুরে সংবাদ সম্মেলন করে রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা দেন। |
৩০ আগস্ট বেলা সাড়ে ১১টায় মেলান্দহ বাজারস্থ নিজ বাসায় জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
আ’লীগের রাজনীতিতে আসার আগে রাজনৈতিক জীবনে কিসমত পাশা মেলান্দহ জাতীয় পার্টির সভাপতি, জেলা জাতীয় পার্টিরও সহসভাপতি এবং কেন্দ্রীয় কৃষক পার্টিরও সহসভাপতি ছিলেন।
তিনি জেলা-উপজেলা স্কাউটস সম্পাদক, ক্রীড়া সংস্থার সম্পাদক, সর্বশেষ নাংলা ইউপির চেয়ারম্যানসহ বহু সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন।
সংবাদ সম্মেলনে বার্ধক্যজণিতকারণসহ বর্তমানে রাজনীতিবিদদের চরিত্রের প্রতি জনগণের আস্থাহীনতা এবং ন্যুনতম শ্রদ্বাবোধ না থাকায় এই সিদ্ধান্তের কথা জানান। শেষ জীবনে তিনি ধর্মীয় এবং সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকতে চান।
আরও পড়ুন:
মেলান্দহে আইন শৃঙ্খলা মিটিং
জামালপুরের মেলান্দহ উপজেলা অডিটোরিয়ামে আইন শৃঙ্খলা মিটিং ৩০ জুলাই বেলা ১১টায় অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন-ইউএনও এস.এম. আলমগীর।
বক্তব্য রাখেন-সহকারি কমিশনার (ভ‚মি) তাসনীম জাহান, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. গাজী রফিকুল হক, অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, ৭১’র গেরিলা আবুল হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, বাসদ নেতা সাংবাদিক শাহ জামাল, সাংবাদিক আজম খান প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।