সেবা ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোর পর্বের অঘোষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেছে ভারত। ফলে, ফাইনালে ওঠার লক্ষ্যে বাংলাদেশের সামনে এখন ১৬৯ রানের লক্ষ্যমাত্রা।
![]() |
এশিয়া কাপ সুপার ফোর: ভারতের বিপক্ষে ফাইনালের স্বপ্নে বাংলাদেশের সামনে ১৬৯ রানের চ্যালেঞ্জ |
এর আগের ম্যাচে শ্রীলংকাকে ১৬৮ রানে আটকে রেখে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছিল টাইগাররা। সেই জয়ে এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন আরও একধাপ এগিয়ে নিয়েছিল তারা। আজ ভারতকে হারাতে পারলেই সেই স্বপ্ন বাস্তবে রূপ নেবে। কিন্তু টার্গেটটা যে কোনোভাবেই সহজ হবে না, তা প্রমাণ করেছে ভারতীয় ব্যাটিং লাইন-আপ।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত। প্রথম তিন ওভারে মাত্র ১৭ রান তোলার পর বাংলাদেশের বোলারদের চাপে পড়ে যায় তারা। কিন্তু পরের তিন ওভারে ঝড় তোলেন দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল। বিশেষ করে নাসুম আহমেদের চতুর্থ ওভারে ২১ রান, মোস্তাফিজের পঞ্চম ওভারে ১৭ রান এবং সাইফউদ্দিনের ষষ্ঠ ওভারেও ১৭ রান তুলে নেন তারা। ফলে পাওয়ার প্লের প্রথম ছয় ওভারে কোনো উইকেট না হারিয়েই ৭২ রান তোলে ভারত।
সপ্তম ওভারে বোলিংয়ে এসে প্রথম সাফল্য এনে দেন রিশাদ হোসেন। দ্বিতীয় বলেই শুভমান গিলকে (২৯ বলে ২৯) বোল্ড করেন তিনি। এরপর নবম ওভারে শিবম দুবেকেও ফেরান রিশাদ। কিন্তু একপ্রান্ত আগলে রেখে দারুণ এক ইনিংস খেলছিলেন অভিষেক শর্মা। মাত্র ৩৭ বলে ৬টি চার ও ৫টি ছক্কায় ৭৫ রান করেন তিনি। ১১.১ ওভারে রান আউট হন তিনি। তার আউটের পরই ভারতের রানের গতি কমে আসে।
শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ২৯ বলে ৩৮ রানের ইনিংসটি ভারতকে লড়াইয়ে ফেরালেও শেষ পর্যন্ত ১৬৮ রানেই আটকে যায় তারা। বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ দলকে নিয়ন্ত্রিত বোলিংয়ে ফিরিয়ে এনেছিলেন খেলায়।
এখন দেখার বিষয়, টাইগার ব্যাটাররা কি পারবেন শ্রীলংকার মতো ভারতের বিপক্ষেও জয় ছিনিয়ে এনে এশিয়া কাপের ফাইনালে পা রাখতে? নাকি ভারতের বোলিং আক্রমণের কাছে হার মানবেন তারা? উত্তর মিলবে ম্যাচ শেষে।
খেলাধুলা নিয়ে আরও পড়ুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।