রুদ্ধশ্বাস জয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে শুভসূচনা বাংলাদেশের

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: এশিয়া কাপে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার দেওয়া ১৬৮ রানের টার্গেটে ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লিটন দাসের দল।

Bangladesh-make-a-good-start-in-Asia-Cup-with-a-narrow-win-over-Sri-Lanka
রুদ্ধশ্বাস জয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে শুভসূচনা বাংলাদেশের


শেষ বলের নাটকীয়তায় নাসুম আহমেদের ব্যাটে লেগে গালিতে বল গেলে প্রয়োজনীয় রানটি এসে যায় এবং রুদ্ধশ্বাস জয় নিশ্চিত হয় বাংলাদেশের।


দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশের ইনিংসের শুরুটা ভালো হয়নি। তানজিদ হাসান তামিম প্রথম ওভারেই আউট হয়ে ফিরে যান।


এরপর দলকে এগিয়ে নেন সাইফ হাসান। তিনি ৪৫ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন। সাইফের বিদায়ের পর দায়িত্ব নেন তাওহীদ হৃদয়। দীর্ঘদিন পর ফর্মে ফিরে তিনি কামিন্দু মেন্ডিসের এক ওভারে দুটি চার ও এক ছক্কায় ১৬ রান নিয়ে দলের জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলেন।


শেষ দিকে জাকের আলী ও শেখ মাহেদী আউট হলে ম্যাচে উত্তেজনা তৈরি হয়। শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৪ রান। জাকের আলী বিদায় নিলে চাপ বাড়ে। শেখ মাহেদীও আউট হলে ম্যাচ যেন হাতছাড়া হয়ে যাচ্ছিল। কিন্তু শামীম পাটোয়ারি ও নাসুম আহমেদ ঠান্ডা মাথায় খেলেন। শেষ বলে নাসুমের ব্যাটে লেগে গালিতে বল গেলে এক রান এসে যায় এবং বাংলাদেশ দল জয় পায়।


এশিয়া কাপে এর আগে বাংলাদেশ মোটে ৩ বার হারিয়েছিল শ্রীলঙ্কাকে। দুবার ২০১২ ও ২০১৮ ওয়ানডে এশিয়া কাপে, আর অন্যটি ২০১৬ টি-টোয়েন্টি ফরম্যাটের আসরে। তিন বারই ফাইনালে খেলেছে বাংলাদেশ। আজ চতুর্থ জয়টা এল।


ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস বলেন, 'এটা ছিল দলীয় পারফরম্যান্স। সবাই মিলে ভালো খেলেছি। শেষ পর্যন্ত লড়াই করেছি।' ম্যান অব দ্য ম্যাচ তাওহীদ হৃদয় বলেন, 'দীর্ঘদিন পর ফর্মে ফিরেছি। দলের প্রয়োজনে পারফর্ম করতে পেরে খুশি।'


এই জয়ের ফলে এশিয়া কাপের পয়েন্ট টেবিলে এগিয়ে গেল বাংলাদেশ। ফাইনালে ওঠার সম্ভাবনাও এখন অনেক বেড়েছে টাইগারদের। পরের ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।




খেলাধুলা নিয়ে আরও পড়ুন

আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে সুপার ফোরে তুলল শ্রীলঙ্কা

আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে সুপার ফোরে তুলল শ্রীলঙ্কা

বিপিএল-এ প্রস্তুতির অভাব, বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি ব্যর্থতার কারণ?

বিপিএল-এ প্রস্তুতির অভাব, বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি ব্যর্থতার কারণ?

🔥 রেকর্ড গড়ে বিপিএল ট্রফি জিতল বরিশাল, লঞ্চে উল্লাস

🔥 রেকর্ড গড়ে বিপিএল ট্রফি জিতল বরিশাল, লঞ্চে উল্লাস

খুলনার বিপক্ষে রংপুরের বিপর্যয়; ফাইনালের পথে এক ধাপ এগোল খুলনা

খুলনার বিপক্ষে রংপুরের বিপর্যয়; ফাইনালের পথে এক ধাপ এগোল খুলনা

সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top