সেবা ডেস্ক: বিভিন্ন অনিয়মের অভিযোগে বকশীগঞ্জে তিনটি বেসরকারি ডায়াগনস্টিক ক্লিনিক ও হাসপাতালকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ডাক্তার রেজাউল ইসলামের নেতৃত্বে আজ মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত এই অভিযানে অনিয়মিত সেবা, লাইসেন্সবিহীন কার্যক্রম ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো: আশরাফ উদ্দিন ডায়াগনস্টিক ক্লিনিক ও হাসপাতাল- ১০ হাজার টাকা, এফ রহমান হাসপাতাল- ২০ হাজার টাকা এবং মডার্ন ডায়াগনস্টিক ক্লিনিক- ২০ হাজার টাকা।
আরও পড়ুন:
অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল হুসনা, সেনেটারি ইন্সপেক্টর মোস্তফা কামাল, ল্যাবোরেটরি টেকনিশিয়ান সাইফুল ইসলাম এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
ডাক্তার রেজাউল ইসলাম জানান, রোগীদের সাথে অর্থনৈতিক প্রতারণা, অদক্ষ জনবল নিয়োগ এবং সরকারি নীতিমালা অমান্য করার অভিযোগে এই জরিমানা আরোপ করা হয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, "ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠানই স্বাস্থ্যসেবায় গাফিলতি করতে পারবে না।"
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানের সময় একাধিক ক্লিনিকে চিকিৎসকের অনুপস্থিতিতে রোগী ভর্তি এবং পরীক্ষার রিপোর্টে অসঙ্গতির প্রমাণ মেলে। আসামী প্রতিষ্ঠানগুলোকে আগামী ৭ দিনের মধ্যে অনিয়মগুলো সংশোধন করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এ ঘটনায় উপজেলার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেন, বেসরকারি হাসপাতালগুলো দীর্ঘদিন ধরে ইচ্ছেমতো টাকা আদায় করে আসছিল। এই অভিযান চলমান রাখার দাবি জানান তারা।
জরিমানা নিয়ে আরও পড়ুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।