সেবা ডেস্ক: ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসরের একটি এশিয়া কাপ। আর এবার এই আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। শুধু ম্যাচ জিতে শিরোপা ঘরে তোলাই নয়, এবার চ্যাম্পিয়ন দল হিসেবে পুরস্কার হিসেবে পাবে মোটা অঙ্কের অর্থ।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি ৬৪ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে ১ লাখ ৫০ হাজার ডলার, যা প্রায় এক কোটি ৮০ লাখ টাকার সমতুল্য।
এবারের এশিয়া কাপে প্রাইজমানির অঙ্ক আগের আসরগুলোর তুলনায় বেড়েছে। ২০২৩ সালে ওয়ানডে সংস্করণে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ২ লাখ ৫০ হাজার ডলার। আর ২০২২ সালে এই অঙ্ক ছিল ২ লাখ ডলার। সেই হিসেবে এবার চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ৫০ হাজার ডলার বেড়েছে। এটি এশিয়া কাপের ক্রমবর্ধমান গুরুত্ব এবং বাণিজ্যিক মূল্য বাড়ার স্পষ্ট ইঙ্গিত।
আজ রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ফাইনাল ম্যাচ। প্রায় ২৮ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামের গ্যালারি ক্রিকেটপ্রেমীদের পদচারণায় মুখরিত হবে। এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ায় ম্যাচটি আরও বেশি গুরুত্ব পেয়েছে। ফলে পুরস্কারের পাশাপাশি মর্যাদা ও আবেগের লড়াইয়েও এটি হবে এক অনন্য ম্যাচ।
ক্রিকেটপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কে হবে এবারের শিরোপাধারী, আর কে ঘরে ফিরবে রানার্সআপ হিসেবে। তবে নিশ্চিত কথা, ম্যাচ জিতলেই অর্থ ও সম্মান দুটোই পাবে বিজয়ী দল। এশিয়া কাপের ফাইনাল দিয়ে আরও একবার প্রমাণিত হবে, ক্রিকেটের বিশ্ব আসরে এই দুই দলের ম্যাচ সবসময় বাড়তি আকর্ষণ নিয়ে আসে।
এশিয়া কাপ নিয়ে আরও পড়ুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।