সেবা ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
![]() |
| পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জয় করলো ভারত, নবমবারের মতো চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া |
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানের দেয়া ১৪৭ রানের লক্ষ্য ৪ বল হাতে রেখেই পৌঁছে যায় সূর্যকুমার যাদবের দল। শেষ ওভারে তিলক ভার্মা ও রিংকু সিংয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে শিরোপা নিশ্চিত করে ভারত।
টুর্নামেন্টের শুরু থেকেই অপরাজেয় থাকা ভারত ছিল শিরোপার অন্যতম দাবিদার। ফাইনালে তারা সেই দাবি পূরণ করলো দৃঢ়তার সাথে। অন্যদিকে, পাকিস্তান টুর্নামেন্টে আগেও ভারতের কাছে হেরেছিল, ফাইনালে তারা সেই ধারা বদলাতে পারেনি। শুরুতে ব্যাটিং করতে নেমে পাকিস্তান দলীয় ১১৩ রানের মধ্যে মাত্র ১ উইকেট হারিয়েছিল, কিন্তু সেখান থেকেই তাদের ধস নামে। শেষ ৯ উইকেট মাত্র ৩৩ রানে হারিয়ে মাত্র ১৪৬ রানেই অলআউট হয় তারা। ভারতের পক্ষে কুলদীপ যাদব ৪টি এবং বুমরা, অক্ষর ও বরুণ ২টি করে উইকেট নেন।
১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। পাওয়ারপ্লের শেষে ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব ও শুভমান গিল দ্রুত ফিরে গেলে চাপ আরও বাড়ে। তবে একপ্রান্ত আগলে রেখে দায়িত্বশীল ব্যাটিং করেন তিলক ভার্মা। তিনি ফিফটি পূরণ করে দলকে ম্যাচে রাখেন। সাঞ্জু স্যামসন ও শিবম দুবের সাথে ছোট ছোট জুটি গড়েন। শেষ দিকে রিংকু সিংকে নিয়ে জয়ের পথ সুগম করেন তিলক।
শেষ ওভারে ভারতের দরকার ছিল ১০ রান। পাকিস্তানের হারিস রউফ বল করতে আসেন। প্রথম বলে ২ রান নেন তিলক ও রিংকু। দ্বিতীয় বলেই তিলক ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তৃতীয় বলে ১ রান নেন তিলক। চতুর্থ বলে রিংকু মিড অনের ওপর দিয়ে চার মেরে দলকে জয় এনে দেন। মাত্র ৪ বলে ১৩ রান তুলে নেন এই দুই ব্যাটার।
পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি, ফাহিম আশরাফ ও আবরার আহমেদ দারুণ বোলিং করলেও শেষ ওভারে রউফের বাজে বোলিং পাকিস্তানের স্বপ্ন ভেঙে দেয়।
এই জয়ের মাধ্যমে ভারত নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা জেতে। এর মধ্যে সাতবার ওয়ানডে এবং দুবার টি–টোয়েন্টি সংস্করণে চ্যাম্পিয়ন হলো তারা। এই জয় ভারতীয় ক্রিকেটের জন্য এক নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। অন্যদিকে, পাকিস্তান আবারও বড় ম্যাচে হেরে হতাশা নিয়ে ফিরতে হলো। এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচ সবসময় বাড়তি আকর্ষণ নিয়ে আসে, আর এবারও তার ব্যতিক্রম হয়নি।
এশিয়া কাপ ২০২৫ নিয়ে আরও পড়ুন






খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।