শামীমুল ইসলাম তালুকদার: জামালপুরের বকশীগঞ্জে ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
![]() |
বকশীগঞ্জে ৫২-তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত |
শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলার নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রায় সপ্তাহব্যাপী ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ জহুরুল হোসেন, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও), বিশেষ অতিথি হিসেবে ছিলেন আসমা-উল-হুসনা,সহকারী কমিশনার (ভূমি ), সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজাদুর রহমান ভূঁইয়া।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার,একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার, বিভিন্ন স্কুল মাদ্রাসা,কারিগরির প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের ব্যক্তিবর্গ।
আরও পড়ুন:
এর আগে উপজেলার একাধিক ভেন্যুতে ৫২তম গ্রীষ্ম কালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলা শেষে ১০০ মিটার চিৎ সাঁতার, বুক সাঁতার, মুক্ত সাঁতার, কাবাডি, দাবা, হ্যান্ডবল ও ফুটবল ইত্যাদি খেলায় বিজয়ী চ্যাম্পিয়ন এবং রানারআপের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এসময়ে সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউএনও শাহ জহুরুল হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে ও মাদক হতে দূরে রাখে। খেলাধুলা শিক্ষাথীদের মোবাইল আসক্তি,আমি বকশীগঞ্জের ক্রীড়ার মাঠ উন্নয়নসহ সার্বিকভাবে চিন্তাভাবনা করছি।
বকশীগঞ্জ নিয়ে আরও পড়ুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।