শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক বকশীগঞ্জের কৃতি সন্তান আবুল ফয়েজ আলাউদ্দিন খান

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কৃতি সন্তান আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান। 

Abul-Faiz-Alauddin-Khan-is-the-new-Director-General-of-Shilpakala-Academy
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক বকশীগঞ্জের কৃতি সন্তান আবুল ফয়েজ আলাউদ্দিন খান


দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসে আজ দুপুরে শিল্পকলা একাডেমির কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।


শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহমুদল হক জিহাদ সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।


(ads1)


এর আগে ১৪ সেপ্টেম্বর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক অফিস আদেশে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব প্রদান করা হয়। এর আগে তিনি সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।


মহাপরিচালকের নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় একাডেমির সকল বিভাগের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


আরও পড়ুন:


মতবিনিময় সভায় ফয়েজ মো. আলাউদ্দিন খান বলেন, 'বাংলাদেশ শিল্পকলা একাডেমি যেহেতু একটি জাতীয় প্রতিষ্ঠান তাই সারাদেশের সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা অপসংস্কৃতির কথা বলছি না। সংস্কৃতি মানে হলো মানুষের মধ্যে যে নান্দনিকতা অথবা অমঙ্গলের বিরুদ্ধে যে মঙ্গল অথবা অশান্তির বিরুদ্ধে যে শান্তি, মানুষে মানুষে বিভেদ দূর করে তাদের মধ্যে এক ধরনের সম্প্রীতি তৈরি করা। এই সবকিছুর জন্য সংস্কৃতি চর্চার ভীষণ প্রয়োজন।'


তিনি আরও বলেন, 'একজন শিল্পী যখন শৈল্পিকতার মাধ্যমে তার পরিবেশনা উপস্থাপন করে সেগুলো মানুষকে আপ্লুত করে, মানুষকে হৃদয়ের কাছাকাছি যাওয়ার একটা জায়গা করে দেয়। তাই আপনারা যারা শিল্পকলা একাডেমিতে আছেন এটাকে শুধুমাত্র একটা চাকুরী না ধরে যদি আপনারা এটাকে মিশন এবং ভিশন এই দুটোকে একত্রিত করে বাংলাদেশের মানুষকে অপসংস্কৃতির হাত থেকে দূরে এনে সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে পারেন এবং এই ধারাটা বজায় রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়।'


নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) মু. বিল্লাল হোসেন খান, উপসচিব (উন্নয়ন ও পরিকল্পনা শাখা-২ এবং অতিরিক্ত দায়িত্ব শিল্পকলা শাখা) মৌসুমী সরকার রাখী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি এবং অর্থ উপবিভাগের উপপরিচালক সরকার জিয়া উদ্দিন আহাম্মদ।


(ads2)


এসময় উপস্থিত ছিলেন প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল, সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান, প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান, চারুকলা বিভাগের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) প্রদ্যোত কুমার দাস, প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর (নাট্যকলা) ড. আইরিন পারভীন লোপা, সংগীত নৃত্য ও আবৃত্তি বিভাগের উপ পরিচালক বেগম শামীমা আক্তার জাহান, প্রশাসন বিভাগের উপপরিচালক জি. এম. জাকির হোসেন প্রমুখ।


প্রসঙ্গত, অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেন। এরপর শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।



বকশীগঞ্জ

বকশীগঞ্জে উপজেলা প্রশাসনের জগ লাইট বিতরণ

বকশীগঞ্জে উপজেলা প্রশাসনের জগ লাইট বিতরণ

বকশীগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

শিগগিরই দেশে ফিরে আসবেন তারেক রহমান: বকশীগঞ্জে এম রশিদুজ্জামান মিল্লাত

শিগগিরই দেশে ফিরে আসবেন তারেক রহমান: বকশীগঞ্জে এম রশিদুজ্জামান মিল্লাত

জুলাই আন্দোলনে নিহত শহীদ রিপনের বাড়িতে বকশীগঞ্জের ইউএনও!

জুলাই আন্দোলনে নিহত শহীদ রিপনের বাড়িতে বকশীগঞ্জের ইউএনও!

বকশীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির ৭২ কর্মকর্তা- কর্মচারী গণছুটিতে

বকশীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির ৭২ কর্মকর্তা- কর্মচারী গণছুটিতে

সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top