সেবা ডেস্ক: ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ জয়ী হয়েছেন। তারা কত ভোটে জয়ী হয়েছেন তা দেখে নিন।
![]() |
| ডাকসু নির্বাচনে ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ বিজয়ী |
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রশিবির ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী এস এম ফরহাদ জয়ী হয়েছেন।
প্রাথমিক ফল অনুযায়ী সাদিক কায়েম পেয়েছেন মোট ১৪০৪২ ভোট, আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫৭০৮ ভোট। অপরদিকে জিএস পদে এস এম ফরহাদ ১০৭৯৪ ভোট, আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ তানভীর বারি হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।
ডাকসু নির্বাচনে বিজয়ী ভিপি সাদিক কায়েমের প্রতিক্রিয়া: ‘সবাইকে নিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়ব’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত সাদিক কায়েম বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের এই নেতা বলেন, মতাদর্শ যা-ই হোক না কেন, তিনি সব শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।
সাদিক কায়েম বলেন, "শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা। আমরা সবাই মিলে ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব।" তিনি আরও জানান, যারা তার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের সবাইকে তিনি উপদেষ্টা হিসেবে বিবেচনা করবেন এবং তাদের পরামর্শ গ্রহণ করবেন।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই এই বিপ্লবের সূচনা হয়েছে, তাই এই বিশ্ববিদ্যালয় থেকেই আগামী বাংলাদেশের স্বপ্ন দেখা হবে।
দায়িত্ব পালনের সময় যেসব সাংবাদিক মারা গেছেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি নির্বাচনের সময় সহযোগিতা করার জন্য সকল গণমাধ্যমকর্মীকে ধন্যবাদ জানান।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তিনি বলেন, তার এই বিজয়কে ব্যক্তিগতভাবে দেখার কোনো সুযোগ নেই, বরং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিজয়।
ফরহাদ বলেন, শিক্ষার্থীরা তাদের ওপর একটি বড় আমানত অর্পণ করেছেন। তিনি দায়িত্বে থাকাকালীন যদি কোনো ভুল করেন, তবে শিক্ষার্থীরা যেন তাকে তা শুধরে দেন। তিনি আরও জানান, বিজয় উদযাপনের জন্য কোনো ধরনের বিজয় মিছিল করা হবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যাপক বিজয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। ভিপি, জিএস ও এজিএসসহ মোট ১২টি সম্পাদক পদের মধ্যে ৯টিতে জয় পেয়েছেন তাদের প্রার্থীরা।
ভিপি পদে শিবির নেতা মো. আবু সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।
জিএস পদে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোটে বিজয়ী হন। এজিএস পদে শিবিরের মুহা. মহিউদ্দিন খান ১১ হাজার ৭৭২ ভোটে জয় পান।
এ ছাড়া শিবির প্যানেলের আরও কয়েকজন প্রার্থী বিভিন্ন সম্পাদকীয় পদে জয়ী হয়েছেন। তবে সমাজসেবা, সাহিত্য-সাংস্কৃতিক ও গবেষণা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সাড়ে ১৫ বছরের নিষ্ক্রিয়তার পর প্রকাশ্যে কার্যক্রম শুরু করে শিবির। প্রকাশ্যে আসার এক বছরের মাথায় ডাকসু নির্বাচনে অংশ নিয়ে তাদের এ জয়কে বড় রাজনৈতিক প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে।
তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা।
নির্বাচন শেষে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং এটি অন্য বিশ্ববিদ্যালয়ের জন্যও একটি মডেল হতে পারে।”


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।