সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জের দশানী নদীতে অভিযান পরিচালনা বিপুল পরিমাণ চায়না জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জাল গুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
![]() |
| বকশীগঞ্জের দশানী নদী থেকে জব্দকৃত অবৈধ চায়না জাল ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস |
সোমবার (১৫ সেপ্টেম্বর) বকশীগঞ্জ উপজেলার দশানী নদীতে জেলা মৎস্য কর্মকর্তা আ.ন.ম আশরাফুল কবির এর নেতৃত্বে মৎস্য আইন বাস্তবায়নে ওই অভিযান পরিচালিত হয়।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় দশানী নদী হতে ৮০ টি চায়না দুয়ারী জাল ও ৫ টি কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
পরে জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আরও পড়ুন:
এসময় সহকারী পরিচালক মোখলেসুর রহমান, বকশীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী- পুলিশ সদস্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেশীয় প্রজাতির মাছের প্রজনন মৌসুমে মা মাছ ও রেনু পোনা নিধন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।