জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে ইসলামি আন্দোলন হাজরাবাড়ি পৌর শাখার অফিস উদ্ধোধন করা হয়েছে।
![]() |
মেলান্দহে ইসলামি আন্দোলনের অফিস উদ্ধোধন |
এ উপলক্ষে ৭ সেপ্টেম্বর দুপুরে হাজরাবাড়ি সমিল সংলগ্ন মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।
ইসলামি আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সাহেব মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
আরও পড়ুন:
হাজরাবাড়ি পৌর শাখার আমীর মুফতি মোশারফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-ইসলামি আন্দোলনের সহকারি মহাসচিব মাও. আহদা আব্দুল কাইয়ুম, জেলা আমীর মুফতি গোলাম মোস্তফা, জেলা সেক্রেটারি মাও. সুলতান মাহমুদ সিরাজী, ইসলামি আন্দোলন মেলান্দহ শাখার সভাপতি মুফতি আনোয়ার হোসাইন, সেক্রেটারি মাও. মোখলেসুর রহমান এবং হাজরাবাড়ি শাখার সেক্রেটারি হাফেজ রাশেদুল ইসলাম প্রমুখ।
একই দিন চরবানিপাকুরিয়া ইউনিয়নের শিহাটা এলাকায় দলীয় কার্যালয় উদ্ধোধন শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।