বকশীগঞ্জে সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি: প্রতিবাদে সংবাদ সম্মেলন

Seba Hot News : সেবা হট নিউজ
0

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুর কোর্টে মামলা দায়েরে বাঁধা প্রদান করা, হুমকি দেওয়া ও উল্টো মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বকশীগঞ্জের এক সাংবাদিক পরিবার। 

Journalist-harassed-with-false-case-in-Bakshiganj-Press-conference-in-protest
বকশীগঞ্জে সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি: প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বকশীগঞ্জ উপজেলার জানকিপুর মির্ধাপাড়া গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সাংবাদিক মনিরুজ্জামান লিমন ও তার ভাবি স্বপ্না বেগম। 


সংবাদ সম্মেলনে ভিকটিম পরিবারের সদস্য স্বপ্না বেগম বলেন, মির্ধাপাড়া গ্রামের বাসিন্দা আমার সহোদর বড় ভাই বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জামালপুর জজ কোর্টের আইনজীবী ইসমাইল সিরাজী জমিজমা বিরোধের জের ধরে আমার দেবর সাংবাদিক মনিরুজ্জামান লিমন, স্বামী মিল্লাত মিয়া সহ তিন জনের নামে গত ২১ জুলাই জামালপুর কোর্টে একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেন। এছাড়াও আরো মামলা দিয়ে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছেন ইসমাইল সিরাজী। 


এর মধ্যে গত ১০ সেপ্টেম্বর আমাকে মামলার আপোসের কথা বলে তার বাড়িতে ডেকে নিয়ে আমার স্বামীকে তালাক দিতে বলে। 

আমি রাজী না হওয়ায় আমাকে প্রথমে মারধর পরে গলা টিপে হত্যার চেষ্টার করে ইসমাইল সিরাজী। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


এঘটনায় আমি ২১ সেপ্টেম্বর জামালপুর জজ কোর্টে আমি মামলা করতে গেলে ইসমাইল সিরাজী ও তার সহকারীরা আমাকে মামলা করতে বাঁধা প্রদান করেন এবং আমাকে হুমকি প্রদান করেন। পরে আমি জীবনের ভয়ে কোর্ট থেকে বের হয়ে আসি। 


আমাকে মামলা করতে না দিলেও ইসমাইল সিরাজীর দায়েরকৃত মামলার ৪ নম্বর স্বাক্ষীকে দিয়ে পর দিন আমার স্বামী, দেবর সাংবাদিক লিমন ও মাদ্রাসা শিক্ষকের নামে আরো একটি মিথ্যা মামলা দায়ের করেন। 


এভাবেই একের পর মিথ্যা মামলা দায়ের করে আমার পরিবারকে হয়রানি করে যাচ্ছেন আওয়ামী লীগ নেতা ইসমাইল সিরাজী। আমরা এর থেকে নিস্তার চাই এবং আইনি সহায়তা চাই। তাই আইন উপদেষ্টার হস্তক্ষেপ করেন সাংবাদিক পরিবার। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



মিথ্যা মামলা নিয়ে আরও পড়ুন

বকশীগঞ্জে সাংবাদিকের নামে মিথ্যা মামলা: আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ক্ষোভ

বকশীগঞ্জে সাংবাদিকের নামে মিথ্যা মামলা: আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ক্ষোভ

মেলান্দহে সাংবাদিকদের মানববন্ধন

মেলান্দহে সাংবাদিকদের মানববন্ধন

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

দৈনিক আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন

দৈনিক আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন

বকশীগঞ্জে বিধবার নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জে বিধবার নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top