কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: টিসিভি ক্যাম্পেইন এর সফল বাস্তবায়ন নিশ্চিত করতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শিক্ষক ও কমিউনিটি লিডারদের অংশগ্রহণে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
![]() |
কাজিপুরে টিসিভি ভ্যাকসিনেশন বিষয়ক ওরিয়েন্টেশন |
সোমবার দুপুরে কাজিপুর পৌরসভার উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রাসেল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাঈমা জাহান সুমাইয়া।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর থানার ওসি অফিসার ইনচার্জ নুরে আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু সাইদ এবং একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান।
আরও পড়ুন:
কাজিপুর পৌরসভার প্রকৌশলী রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে টিসিভি ভ্যাকসিন একটি কার্যকর পদ্ধতি। চরাঞ্চলসহ দুর্গম এলাকার শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই ক্যাম্পেইন বিশেষ ভূমিকা রাখবে। শিক্ষক ও সমাজের নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কার্যক্রমটি আরও সুষ্ঠুভাবে বাস্তবায়ন সম্ভব হবে।
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর, ইউনিসেফ ও আন্তর্জাতিক সংস্থা গ্যাভি’র যৌথ সহযোগিতায় উপজেলার প্রতিটি ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালিত হবে।
কাজিপুর নিয়ে আরও পড়ুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।