সেবা ডেস্ক: ডাকসু নির্বাচনে ফলাফল প্রকাশে দেরি, ব্যালট স্ক্যানিং ও বাছাইয়ে সময় লাগছে। অধ্যাপক শামীম রেজা জানালেন মাঝরাত পর্যন্ত গণনা চলতে পারে।
![]() |
ডাকসু নির্বাচনের ফলাফল কখন পাওয়া যাবে ও ভোট গণনায় দেরির কারণ জানালেন অধ্যাপক শামীম রেজা |
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় দীর্ঘ সময় লাগার কারণ ব্যাখ্যা করেছেন উদয়ন স্কুল কেন্দ্রের প্রধান অধ্যাপক এস এম শামীম রেজা।
মঙ্গলবার রাত ১১টার পর গণনা চলাকালীন তিনি জানান, চার হলের ভোটারদের জন্য ছয় ধরনের ব্যালট স্ক্যানিং ও বাছাই করতে হচ্ছে।
প্রথমে হল সংসদের ব্যালট স্ক্যান শেষ হলেও ডাকসুর তিনটি ব্যালটের মধ্যে একটির স্ক্যানিং সম্পন্ন হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, "আমরা এখনো গণনায় যাইনি"।
আরও পড়ুন:
তিনি জানান, বিকেল ৪টায় ভোট শেষ হওয়ার পর ব্যালট বাক্স কেন্দ্রীয় স্থানে আনতেই সময় বেজে যায়। এরপর ব্যালটগুলো বিভিন্নভাবে সাজানো থাকায় সর্টিং বা বাছাইয়ে বেশি সময় লাগছে। তবে এটি প্রযুক্তিগত ত্রুটি নয় বলে দাবি করেন তিনি।
অধ্যাপক শামীম রেজা বলেন, "প্রথমে টেস্ট রান চালিয়ে স্যাম্পল ম্যাপিং ম্যানুয়ালি হিসাব করা হচ্ছে। এরপর প্রযুক্তিবিদরা একাধিকবার যাচাই করছেন"। তার ধারণা, এই প্রক্রিয়া শেষ হতে মাঝরাত পেরিয়ে যেতে পারে। ফলাফল ঘোষণার সময় নিয়ে শিক্ষার্থীদের অধীর অপেক্ষা অব্যাহত রয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।