সেবা ডেস্ক: ফিলিস্তিনে চলমান আগ্রাসন ও আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
![]() |
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে ওয়াকআউট, ফাঁকা হয়ে গেল অধিবেশন কক্ষ।। ছবি: The Guardian |
কিন্তু তার ভাষণ শুরু হতে না হতেই প্রতিবাদে ফেটে পড়েন অনেক দেশের প্রতিনিধি। এক পর্যায়ে তারা অধিবেশন কক্ষ ত্যাগ করেন, যার ফলে নেতানিয়াহুর সামনে অনেক আসনই ফাঁকা পড়ে থাকতে দেখা যায়।
শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের চতুর্থ দিনে এই ঘটনা ঘটে। নেতানিয়াহু যখন মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য এগিয়ে আসেন, তখনই প্রতিবাদ জানাতে শুরু করেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
প্রায় সব আরব ও মুসলিম দেশের প্রতিনিধি, আফ্রিকার বেশ কিছু দেশ এবং ইউরোপের কয়েকটি দেশের প্রতিনিধি এই প্রতিবাদে অংশ নেন।
তারা একসঙ্গে অধিবেশন কক্ষ ত্যাগ করার সময় উপস্থিত অনেকে হাততালি দিয়ে তাদের সমর্থন জানান। পরিষদের সভাপতি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানালেও তা উপেক্ষিত হয়।
নেতানিয়াহু তার ভাষণে মধ্যপ্রাচ্য, গাজা সংঘাত, ইরানসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। কিন্তু তার ভাষণের মূল ফোকাস ছিল গাজায় চলমান সংঘাত এবং হামাসের হাতে আটক জিম্মিদের বিষয়টি। এদিকে, জাতিসংঘ সদর দপ্তরের বাইরেও চলছিল বিক্ষোভ।
যুক্তরাষ্ট্রপ্রবাসী ইসরায়েলি ও ইহুদিরা গাজায় সংঘাত বন্ধ এবং জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। তাদের স্লোগান ছিল 'যুদ্ধ বন্ধ করুন' এবং 'সবাইকে মুক্ত করুন'। অন্যদিকে, ফিলিস্তিনের পক্ষেও নিউইয়র্কে বিক্ষোভ হয়।
এর আগে গত বৃহস্পতিবার নিউইয়র্ক পৌঁছান নেতানিয়াহু। তিনি যে হোটেলে অবস্থান করছিলেন, সেখানেও বিক্ষোভ করেন ইসরায়েলি প্রবাসীরা। তারা ড্রাম বাজিয়ে স্লোগান দেন, 'সামরিকভাবে এর সমাধান হবে না।'
এবারের জাতিসংঘের অধিবেশনে গাজা সংকট বড় গুরুত্ব পেয়েছে। নেতানিয়াহুর ভাষণ ও তার প্রতিবাদে ওয়াকআউট সেই গুরুত্বকেই আরও স্পষ্ট করে তুলেছে। আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা এই ঘটনার মাধ্যমে আরও একবার প্রমাণিত হলো।
জাতিসংঘের মতো বিশ্ব মঞ্চে এমন ব্যাপক প্রতিবাদ নিঃসন্দেহে ইসরায়েলের জন্য এক বড় কূটনৈতিক ধাক্কা।
বিশ্ব নিয়ে আরও পড়ুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।