সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিয়ের মাত্র তিন দিনের মাথায় বর জিহাদ (২৪)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং রহস্য ঘনীভূত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বগারচর ইউনিয়নের সারমারা টালিয়াপাড়া গ্রামে। নিহত জিহাদ ওই গ্রামের আমজাদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার জিহাদের বিয়ে সম্পন্ন হয় এবং শুক্রবার অনুষ্ঠিত হয় বউভাত। বিয়ের উৎসবের রেশ কাটতে না কাটতেই এর একদিন পর শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৫টার মধ্যে কোনো এক সময়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জিহাদ তাঁর নিজ বসতঘরের বাঁশের ধন্নার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়েছেন। ভোর ৫টার দিকে স্ত্রী রাবিয়া ঘুম থেকে উঠে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা ছুটে আসেন এবং দ্রুত পুলিশকে খবর দেন।
আরও পড়ুন:
তবে আনন্দঘন বিয়ের অনুষ্ঠানের পরপরই এমন রহস্যজনক মৃত্যুতে গ্রামে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মনে প্রশ্ন—এটি কি নিছক আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে?
এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহাম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।
ঝুলন্ত মরদেহ উদ্ধার নিয়ে আরও পড়ুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।