কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: “আমি কন্যা শিশু ‘স্বপ্ন গড়ি, সাহস লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ –প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সিরাজগঞ্জের কাজিপুরে ‘জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫’ উদযাপিত হয়েছে।
![]() |
কাজিপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত |
বুধবার (৮ অক্টোবর) বেলা এগারোটায় দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে কন্যা শিশুর নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, সমবায় অফিসার খালেকুজ্জামান এবং কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সহকারী অধ্যাপক আবদুল জলিল।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, কন্যা শিশু ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সভায় ভারপ্রাপ্ত ইউএনও নাঈমা জাহান সুমাইয়া বলেন, “একটা সময় ছিলো যখন কন্যা শিশুর চেয়ে পুত্র শিশু বেশি চাইত পিতা-মাতারা। তারা কন্যার শিশু জন্মগ্রহণে খুশি হতো না। তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে পিতা-মাতার চিন্তা ধারায়ও পরিবর্তন এসেছে।”
কাজিপুর নিয়ে আরও পড়ুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।