কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের চার ইউনিয়ন) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিন নেতা গণমাধ্যমে তাঁদের নির্বাচনী ভাবনা তুলে ধরেছেন।
![]() |
কাজিপুরে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তিন নেতার গণমাধ্যমে নির্বাচনী ভাবনা প্রচার |
সোমবার (১৩ অক্টোবর) সকাল দশটায় উপজেলার মেঘাই আহম্মেদ আলী এতিমখানা মাঠে একটি স্যাটেলাইট টেলিভিশনে নির্বাচনী ভাবনা তুলে ধরে সাক্ষাৎকার দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা।
এসময় তাঁর অনুসারী দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দুপুর ১২টায় সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া বাজারে আরেক মনোনয়ন প্রত্যাশী কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা একই টেলিভিশনে তাঁর নির্বাচনী ভাবনা তুলে ধরেন।
এরপর বেলা দুইটায় কাজিপুরের আলমপুর চৌরাস্তা মোড়ে নির্বাচনী ভাবনা তুলে ধরেন মনোনয়ন প্রত্যাশী ও কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা।
উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সেলিম রেজার কয়েক হাজার সমর্থক সেখানে উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উচ্ছ¡াস দেখা গেছে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
কাজিপুর- নিয়ে আরও পড়ুন

সিরাজগঞ্জে ইছামতি নদীতে ব্রিজ না থাকায় দুর্ভোগ তিন উপজেলার মানুষের

কাজিপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

কাজিপুরে প্রাথমিক শিক্ষা অফিসার নূরুল হুদা তালুকদারের যোগদান

কাজিপুরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের যৌথ সভা

কাজিপুরে ব্যবসায়ীর ঘরে মেয়াদোত্তীর্ণ বালাইনাশক পাওয়ায় জরিমানা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।