লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামপুর পৌর শাখা ও স্বপ্ন নবায়ন শিল্পী গোষ্ঠীর যৌথ উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
![]() |
| ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইসলামপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত |
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়াম মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি আনিসুর রহমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামপুর আসনের এমপি পদপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী।
প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামপুর উপজেলা সভাপতি মুফতি মিনহাজ উদ্দিন। এ ছাড়াও সংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
সভায় ইসলামী জীবনব্যবস্থা, সমাজে নৈতিক মূল্যবোধের পুনরুজ্জীবন এবং তরুণ প্রজন্মকে ধর্মীয় চেতনায় উজ্জীবিত করার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পরে এক মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্বপ্ন নবায়ন শিল্পী গোষ্ঠীর সদস্যরা।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
ইসলামপুর- নিয়ে আরও পড়ুন

ইসলামপুরে দিনদিন বেড়েই চলেছে বিবাহ বিচ্ছেদ, প্রতিদিন ৭ তালাক

ইসলামপুরে জামায়াত মনোনীত প্রার্থীর উঠান বৈঠক

ইসলামপুরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

ইসলামপুরে চোরের উপদ্রুপে অতিষ্ঠ এলাকাবাসী

জামালপুরে শরীরে প্রাণীদের মত লোম নিয়ে তিনটি পরিবারের মানবেতর জীবন-যাপন


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।