কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ৬ দফা দাবী বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি চলছে।
![]() |
৬ দফা দাবীতে কাজিপুরে স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি : মাঠ পর্যায়ে বন্ধ টিকা কার্যক্রম |
কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী দাবী আদায় না পযর্ন্ত মাঠ পর্যায়ে টিকাদানসহ সব ধরণের সেবা কার্যক্রম ১লা অক্টোবর হতে শুরু হয়ে এখনো বন্ধ রাখা হয়েছে।
সোমবার ( ৬অক্টোবর) সকাল ৮ টা হতে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের কাজিপুর শাখার সভাপতি আবু তালেবের সঞ্চালনায় নিজেদের অবস্থান তুলে ধরে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, জেলার সাধারণ সম্পাদক আব্দুল মন্নাফ, মহিলা সম্পাদিকা সালমা খাতুন প্রমূখ।
তারা সাংবাদিকদের জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪ তম গ্রেডে আপগ্রেডেশনসহ ৬ দফা দাবি বাস্তবায়ন ও ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উগ্রীতকরণসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবিতে ৬৪ জেলার ন্যায় কাজিপুরে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।
কাজিপুর নিয়ে আরও পড়ুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।