আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক পদে প্রার্থী ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
![]() |
| জামালপুরে জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে শাকিল হাসানের প্রার্থীতা ঘোষণা |
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে শহরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে ছাত্র অধিকার পরিষদ শহর শাখার আহ্বায়ক মো: শাকিল হাসান এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে শাকিল হাসান বলেন, ছাত্ররাজনীতির হারানো ইতিহাস-ঐতিহ্য ফিরিয়ে আনতে অস্ত্র নয় কলম, সন্ত্রাস নয় বিদ্যার্জন এ ব্রত নিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ছাত্র রাজনীতি করছে।
জামালপুর জেলা শাখার চতুর্থ কমিটিতে প্রার্থীতার সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জেলার সকল পর্যায়ের নেতা-কর্মীদের সাথে আলোচনা করে ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক পদে নিজেকে প্রার্থী ঘোষনা করছি।
তিনি আরও বলেন, আসন্ন ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার কমিটি তৃনমূলের মতামতের ভিত্তিতে কাউন্সিরের মাধ্যমে করতে হবে। ঢাকায় বসে পকেট কমিটি গঠন করা যাবে না।
সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ জামালপুর সদর উপজেলার সভাপতি ইহছান হাবিব রাহাত, শহর শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলা শাখার সিনিয়ন যুগ্ম আহ্বায়ক সম্পদ হাসান শান্তসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জামালপুর- নিয়ে আরও পড়ুন

বকশীগঞ্জে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল

জামালপুরে মদ্যপান করে মাতলামীর অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা গ্রেফতার

জামালপুরে যাত্রা বিরতির দাবীতে ট্রেন অবরোধ

প্রাথমিক বিদ্যালয় ফাঁকা: কিন্ডারগার্টেন ও মাদরাসায় উপচে পড়ছে শিক্ষার্থী

জামালপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।