লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুর জলাবদ্ধতায় প্রায় ৮শত একর জমিতে আমন ধানের চারা রোপণ করতে না পারায় হতাশায় দিন কাটছে কৃষকদের।
![]() |
ইসলামপুরে নিস্কাশন ব্যাবস্থা না থাকায় জলাবদ্ধ ফসলের মাঠ হতাশা কৃষক! |
সদর ইউনিয়নের দক্ষিন ধর্মকুড়া ফসলি মাঠে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ফসলের মাঠজুড়ে জমে থাকা হাঁটু থেকে কোমর পানি। সময়মতো আবাদ না করতে পারায় কৃষকের হৃদয় করছে হাহাকার ও ক্ষোভ।
স্থানীয় কৃষকদের অভিযোগ পচাবহলা থেকে উলিয়া বাজার সড়কের দক্ষিন ধর্মকুড়া এলাকায় পানি নিষ্কাশনের পথ বন্ধ করায় সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতা।
তারা জানান- এসব জমি দুই ফসলি ধানের আবাদ হয়। এই ধান চাষ করেই চলে কৃষকদের পরিবারের বছরের খাবার ।
কিন্তু মৌসুম শেষ হতে চললেও জলাবদ্ধতার কারণে এখনও জমিগুলোতে আমন রোপণ করতে পারেননি তারা। অথচ অতীতে কখনও এমন জলাবদ্ধতা দেখা দেয়নি।
এ মৌসুমে পানি নিষ্কাশনের স্থলে স্থানীয় প্রভাবশালী মহল মাটি ভরাট করার কারণে পানি নিষ্কাশন বন্ধ রয়েছে। তারা দ্রæত পানি নিস্কাশন ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা মো, আব্দুল্লাহ আল ফয়সাল বলেন- ইসলামপুর সদর ইউনিয়নের দক্ষিন ধর্মকুড়া গ্রামে জলবদ্ধতায় এই মৌসুমে ধান চাষ করতে পারেনি কৃষকরা। এই বিষয়ে সহায়তা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কৃষকরা লিখিত অভিযোগ দিয়েছে। আশা করা যায় দ্রæত সমাধান হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন - জলাবদ্ধতা এলাকা পরিদর্শন করা হয়েছে। পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট নির্মাণের উদ্যোগ গ্রহন হয়েছে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
ইসলামপুর - নিয়ে আরও পড়ুন

ইসলামপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

ইসলামপুরে বড় পর্দায় সম্প্রচার হলো তারেক রহমানের বিবিসি’র সাক্ষাৎকার

ইসলামপুর উন্নয়ন কমিটির অর্থায়নে আঞ্জুমান বেগমের অপারেশন সম্পন্ন

ইসলামপুরে নদী ভাঙ্গনের হুমকিতে পৌর শহর

ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির কার্যালয়ে লুটপাটের অভিযোগ
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।