বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১৫ নভেম্বর দুপুরে (শনিবার) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
![]() |
| বকশীগঞ্জে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত |
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েতুল ইসলাম হোসনার সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন ও বিশেষ অতিথি ছিলেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ।
এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, দেশ টিভির জামালপুর প্রতিনিধি রিয়াদ হাসান হৃদয়, সাংবাদিক মতিন রহমান, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ইলিয়াস শাহ, কমিউনিটি মেডিকেল অফিসার হাবিবুর রহমান ।
প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের চেতনার বকশীগঞ্জ প্রতিনিধি মনিরুজ্জামান লিমন।
আলোচনা সভা শেষে প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এসময় উপজেলা প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
বকশীগঞ্জ- নিয়ে আরও পড়ুন

বকশীগঞ্জে ব্রেন টিউমারের রোগী আল্পনার চিকিৎসায় প্রশাসনের আর্থিক সহায়তা

বকশীগঞ্জে তিন দফা দাবিতে শিক্ষকদের কর্মবিরতি পালন

বকশীগঞ্জে অবৈধভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা!

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রেজিং: ২ জনকে ১ মাসের কারাদণ্ড

বকশীগঞ্জের ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনিয়ম: প্রশাসক নিয়োগ


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।