শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগুয়ারচর গ্রামে বুধবার দুপুরের দিকে রৌমারী উপজেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট কুড়িগ্রাম এনজিও'র প্রধান কার্যালয় দক্ষিণ বাগুয়ারচর, রৌমারী অফিস থেকে ১২ জন হত-দরিদ্র প্রতিটি পরিবারের মাঝে বিনামূল্যে ২টি করে মোট ২৪ টি ছাগল বিতরণ করা হয়েছে।
![]() |
| রৌমারীতে হত-দরিদ্রদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে |
অপর দিকে ছাগল পালনে ভ্যাকসিন এর বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয় এবং কৃমির ওষুধ বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মো. কামরুজ্জামান পাইকার, পশু চিকিৎসক মো. মেহেদী হাসান, সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট (সিএসডিকে) কুড়িগ্রাম সংস্থার সভাপতি মো. ফজর আলী, নির্বাহী পরিচালক মো. আবু হানিফ মাস্টার, সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ, এনজিও’র কর্মচারীবৃন্দ ও উপকারভোগী সহ এলাকায় সুধীজন।
এসময় প্রাণি সম্পদ কর্মকর্তা বলেন, উপজেলার চরাঞ্চলের জন্য গ্রামীণ অর্থনীতে ছাগল পালন ও বিতরণ কর্মসূচি আওতায় দরিদ্র ও অসহায় মানুষের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে ব্যাপক ভূমিকা রাখবে এবং ভালো মানের ছাগল বিতরণ ও এলাকার প্রয়োজন প্রকল্প গ্রহণ করার জন্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও সিএসডিকে এনজিওকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
সিএসডিকে এনজিও’র সভাপতি মো. ফজর আলী বলেন, সিএসডিকে সংস্থাটি দীর্ঘদিন থেকে কুড়িগ্রাম জেলার রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। সামনের দিনগুলোতেও দরিদ্র অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবেন সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
রৌমারী- নিয়ে আরও পড়ুন

রৌমারীতে বিদ্যুতের কাঠের খুটি চুরি করে বিক্রির অভিযোগ

ফলোআপ: রৌমারীতে বন্ধ হয়নি শুল্ক স্থলবন্দরে চাঁদা আদায়

রৌমারীতে রাস্তা বন্ধ করতে বাধা দেওয়ায় নারীকে পিটিয়ে আহত

রৌমারীতে ভ্রাম্যমান আদালতে ঔষধের দোকানে জরিমানা

রৌমারী শুল্ক স্থলবন্দরে ট্রাকে চাঁদা আদায়ের অভিযোগ


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।