কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: যমুনা চরের ছয় ইউনিয়নের মানুষের মৌলিক অধিকার পূরণের জন্যে ‘যমুনা’ নামে নতুন উপজেলা চাইলেন সিরাজগঞ্জ-১ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিশ রেজা ও নাজমুল হাসান তালুকদার রানা ও কণ্ঠশিল্পী কনক চাঁপা।
![]() |
| “যমুনা উপজেলা” চেয়ে মানববন্ধন: সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকটে স্মারকলিপি প্রদান |
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা দুপুরে সিরাজগঞ্জের কাজিপুরের যমুনা নদীর পূর্ব পাড়ের ছয়টি চরাঞ্চল নিয়ে নতুন উপজেলা গঠনের দাবিতে শহীদ নাজমুল চত্বর ও প্রেসক্লাব মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মীসহ হাজারো মানুষ অংশ নেন।
নাটুয়ারপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুরনগর এই ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের দাবিতে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন যমুনা উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও নাটুয়ারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল কাদের। বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা, জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কণ্ঠশিল্পী কনকচাঁপা, সিরাজগঞ্জ জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, প্রকৌশলী ফরিদুল ইসলাম, সুমন মিয়াসহ অন্যরা।।
বক্তারা আরও বলেন, যমুনার পূর্ব পাড়ের প্রায় দুই লাখ মানুষ উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন। প্রশাসনিক কাজে নদী পাড়ি দিতে গিয়ে তাদের সময় ও অর্থের অপচয় হয়, পাশাপাশি নানাভাবে হয়রানির শিকার হতে হয়। ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা হলে এসব বৈষম্য দূর হবে বলে তারা মনে করেন।
তারা বিষয়টি দ্রুত বিবেচনায় নেওয়ার জন্য অন্তর্র্বতী সরকারের প্রতি আহ্বান জানান।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
যমুনা উপজেলা- নিয়ে আরও পড়ুন

কাজিপুরে ‘যমুনা’ উপজেলা গঠনের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

কাজিপুর চরাঞ্চলের বিচ্ছিন্ন ছয় ইউনিয়ন নিয়ে “যমুনা উপজেলা” গঠনের দাবীতে মানববন্ধন

কাজিপুরে যমুনা উপজেলার দাবিতে গণসংযোগ

কাজিপুরে যমুনা উপজেলার দাবিতে গণসংযোগ

কাজিপুরে নদী ভাঙনরোধ ও যমুনা উপজেলা দাবীতে মানববন্ধন


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।