জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহের ফুলকোচা গোদা ডাঙ্গার বিলের ইজারা বাতিল পূর্বক উন্মুক্ত রাখার দাবিতে বিক্ষোভ মিছিল-মানবন্ধন করেছেন জেলে পরিবার এবং স্থানীয়রা।
![]() |
| মেলান্দহ গোদা ডাঙ্গার বিল উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত |
১৯ নভেম্বর দুপুরের দিকে গোদা ডাঙ্গা বিলের তীরে এই কর্মসূচির আয়োজন করেন বিলের তীরবর্তী বাসিন্দারা।
মানবন্ধন শেষে ফুলকোচা বাজারে বিক্ষোভ মিছিল করেন। এরপর ইউনিয়ন ভ‚মি অফিসের পাশে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন-মৎস্যজীবি পরিবারের পক্ষে দুলাল মিয়া, দুদু মিয়া, শফিকুল ইসলাম, সাবান আলী প্রমুখ।
আন্দোলকারিদের অভিযোগ, স্থানীয় মৎস্যজীবিদের বাদ দিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইজারার নামে বিলের অবৈধ দখলদার টিকিয়ে রাখা হয়। এ নিয়ে দাঙ্গা-হাঙ্গামাসহ খুনের ঘটনাও ঘটেছে। বিলটি সাব লিজের মাধ্যমে আ’লীগের দখলে ছিল। ৫ আগস্টের পর স্থানীয়রা বিলটি উন্মুক্ত করে দেয়ার দাবি তোলেন। পরে বিএনপি’র নামধারী কয়েকজনের বিরুদ্ধে বিলটি নিজেদের আয়ত্বে নেয়ার অভিযোগ তোলেন।
উল্লেখ্য, ১৬.২০ একর জমিতে অবস্থিত এই বিলটি সরকারিভাবে মৎস্যজীবি সমিতির নামে ইজারা দেয়া হয়। ইজারাদারদের কাছ থেকে সেই বিলটি প্রভাবশালী মহল সাব লিজ নেয়ার একটি রেওয়াজে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ এই বিলে গোসল করতে গেলেও মাছ ধরার অভিযোগে মামলা-হামলাসহ মানুষকে হয়রানি করে আসছে।
বিএনপি’র নামধারীদের দখলে নেয়ার বিষয়ে মেলান্দহ বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু জানান-বিল নিয়ে স্থানীয়দের মাঝে বিরোধ বহু পুরোনো। মূলত: যারা ইজারাদার তাদের পক্ষ থেকে বিল দখলে নেয়ার অভিযোগ আছে কি না? সেটা খতিয়ে দেখার বিষয়।
এ ব্যাপারে ইউএনও এস.এম. আলমগীর জানান-৪ লাখ ২৬ হাজার ৫শ’ ৬৩ টাকার বিপরীতে ১৪৩৫ বঙ্গাব্দ পর্যন্ত ৬ বছর মেয়াদী গোদা ডাঙ্গার বিলটি আদ্রা মৎস্যজীবি সমবায় সমিতির নামে ইজারাকৃত। কয়েকদিন আগে স্থানীয়রা ইজারা নিয়ম ভঙ্গের অভিযোগ দায়ের করেছেন। আগামী জেলা রাজস্ব সভায় বিষয়টি উত্থাপনের জন্য প্রক্রিয়াধীন আছে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
মেলান্দহ- নিয়ে আরও পড়ুন

ছড়াকার আশরাফুল মান্নানের দাফন সম্পন্ন

মেলান্দহ যুবদল কর্মীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

ঘাস মারা বিষের ঝুঁকিতে স্বাস্থ্য-প্রকৃতি-পরিবেশ-জলজ প্রাণি-বন্ধু পোকা

মৎস্য সম্পদ ও আইন রক্ষায় কর্মশালা

মেলান্দহে বিএনপি’র হামলায় জামায়াত নেতা আহত


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।