সেবা ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল আড়াইটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।
![]() |
| জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে: জাতির উদ্দেশে ভাষনে প্রধান উপদেষ্টা |
এর আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে তিনি জাতির উদ্দেশে ভাষণ দেন, যা সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড।
গত ২৮ অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণে জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে দুটি বিকল্প প্রস্তাব জমা দেয়। প্রথম প্রস্তাবে বলা হয়, সনদের সংবিধান-সংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য বিশেষ আদেশ জারি করে গণভোট আয়োজন করা হবে। গণভোটে প্রস্তাব অনুমোদিত হলে, আগামী জাতীয় সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এবং ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবে। নির্ধারিত সময়ে সংস্কার না হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে।
দ্বিতীয় বিকল্প প্রস্তাবেও ২৭০ দিনের মধ্যে সংস্কারকাজ শেষ করার কথা বলা হয়েছে, তবে নির্ধারিত সময় পার হলে কী হবে—তা সেখানে উল্লেখ নেই।
গণভোটের সময়সূচি নির্ধারণের দায়িত্ব সরকারের ওপর ছেড়ে দেয় ঐকমত্য কমিশন। তবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ ছিল আগেই। কমিশনের প্রস্তাব জমা দেওয়ার পর সেই মতভেদ আরও তীব্র হয়।
রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না আসায় অন্তর্বর্তী সরকার নিজ উদ্যোগে সিদ্ধান্ত নেয় জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জাতীয়- নিয়ে আরও পড়ুন

শেখ হাসিনাসহ তিনজনের মানবতাবিরোধী মামলার রায় ১৭ নভেম্বর

নির্বাচন ঘিরে হুন্ডির দৌরাত্ম্য বাড়ছে, সতর্ক কেন্দ্রীয় ব্যাংক

নির্বাচন কমিশনের ২৩ কর্মকর্তাকে বদ’লি

নির্বাচনী প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।