সেগমেন্টের সবচেয়ে সেরা আইপি৬৯ প্রোসহ বাজারে আসছে রিয়েলমি সি৮৫ প্রো!

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের পরবর্তী সি-সিরিজ ডিভাইস রিয়েলমি সি৮৫ প্রো’র মাধ্যমে আবারও বাজারে আলোড়ন তুলতে যাচ্ছে। ‘নেক্সট-লেভেল ওয়াটারপ্রুফ ফোন’ নামে পরিচিত এই বহুল প্রতীক্ষিত স্মার্টফোনটি আনুষ্ঠানিকভাবে আগামী ৫ নভেম্বর উন্মোচিত হতে যাচ্ছে।

Realme C85 Pro is coming to the market with the best IP69 Pro in the segment!
সেগমেন্টের সবচেয়ে সেরা আইপি৬৯ প্রো ও ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আনছে রিয়েলমি সি৮৫ প্রো!




নিজের ক্যাটাগরিতে সর্বাধিক বিক্রিত রিয়েলমি ফোন এবং এই সেগমেন্টের একমাত্র অফিসিয়াল ওয়াটারপ্রুফ স্মার্টফোন হিসেবে আলোচনায় আসা রিয়েলমি সি৭৫-এর ব্যাপক সাফল্যের পর, এর উত্তরসূরি হিসেবে এবার বাজারে আসতে যাচ্ছে রিয়েলমি সি৮৫ প্রো। 

এবার বাজেট স্মার্টফোন সেগমেন্টে ডিউরেবিলিটি ও পারফরম্যান্সের সীমানা অতিক্রম করতে ফোনটিতে শক্তিশালী ব্যাটারি, আরও বেশি সুরক্ষা, উজ্জ্বল ডিসপ্লে ও অনন্য পারফরম্যান্স নিয়ে আসা হচ্ছে; আর এর সবই থাকবে নেক্সট-জেন ডিজাইনের অনবদ্য মোড়কে।

‘নেক্সট-লেভেল ওয়াটারপ্রুফ ফোন’ হিসেবে পরিচিত রিয়েলমি সি৮৫ প্রো সহনশীলতাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। এর আইপি৬৯ প্রো রেটিং স্মার্টফোন ডিউরেবিলিটিতে নতুন মানদণ্ড স্থাপন করে, যা আইপি৬৯কে, আইপি৬৯, আইপি৬৮, আইপি৬৭ বা আইপি৬৬ এর মতো প্রচলিত সুরক্ষার মানগুলোর চেয়ে অনেক উন্নত। যেখানে অন্যান্য ডিভাইসগুলো কেবল পানির ছিটা বা সামান্য সময় ডুবে থাকা সহ্য করতে পারে, সেখানে রিয়েলমি সি৮৫ প্রো চরম সহনশীলতার জন্য বিশেষভাবে তৈরি। 

এটি ৬০ দিনের মতো দীর্ঘ সময় পানির নিচে টিকে থাকতে পারে, পানির উচ্চচাপ প্রতিরোধ করতে পারে; এমনকি গরম পানি বা কফি পড়লেও এর পারফরম্যান্সে কোনো প্রভাব পড়ে না। আর এই অসাধারণ বিষয়টি রিয়েলমি সি৮৫ প্রো’কে এই সেগমেন্টের সবচেয়ে সুরক্ষিত ও নির্ভরযোগ্য ফোন হিসেবে প্রতিষ্ঠিত করে। সক্ষম, কার্যকর ও দীর্ঘসময় ধরে নির্ভরযোগ্য ফোন ব্যবহার করতে চান এমন ব্যবহারকারীদের জন্য এটি একদম যথার্থ হবে।

আরও দেখুন:

শক্তির দিক থেকেও রিয়েলমি সি৮৫ প্রো অনন্য। এতে ব্যবহৃত হয়েছে সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, যা দিনভর নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করবে। 

এছাড়াও এতে রয়েছে ১০ ওয়াট রিভার্স চার্জিং ফিচার, যার মাধ্যমে অন্য ডিভাইসও সহজে চার্জ করা যাবে। ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চি ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে, যা ৪০০০ নিটসের সর্বোচ্চ উজ্জ্বলতা প্রদান করতে সক্ষম। ফলে, প্রখর সূর্যালোকেও ডিভাইসটি নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।

সি৮৫ প্রো’তে রয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর, যা আউটডোর ব্যবহার, মাল্টিটাস্কিং ও ফটোগ্রাফির ক্ষেত্রে ইন্টেলিজেন্ট অপটিমাইজেশন সহ নিরবচ্ছিন্ন এআই-সক্ষম পারফরম্যান্স নিশ্চিত করবে। 

এছাড়াও, এআই এডিট জিনি ও এআই আউটডোর মোডের কারণে ব্যবহারকারীরা যেকোনো সময়, যেকোনো জায়গায় অনায়াসে ছবি এডিট ও স্মুথ পারফরম্যান্স উপভোগ করার সুযোগ পাবেন।

নেক্সট লেভেল ওয়াটারপ্রুফ ফিচার, সুবিশাল টাইটান ব্যাটারি, শক্তিশালী প্রসেসর ও এআই ফিচারের মাধ্যমে রিয়েলমি সি৮৫ প্রো ডিউরেবিলিটি, পারফরম্যান্স ও প্রোডাক্টিভিটির মধ্যে নিখুঁতভাবে ভারসাম্য নিশ্চিত করবে, আর এর সবই হবে সাশ্রয়ী মূল্যে। উন্মোচনের তারিখ কাছাকাছি হওয়ায় দিন গণনাও শুরু হয়ে গেছে!


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


প্রযুক্তি- নিয়ে আরও পড়ুন
রিয়েলমি ১৫ সিরিজ - তরুণদের স্বপ্নপূরণ 'এআই পার্টি ফোন'!
রিয়েলমি ১৫ সিরিজ - তরুণদের স্বপ্নপূরণ 'এআই পার্টি ফোন'!
প্রো ভার্সনসহ বাংলাদেশে আসছে এআই জিনি ফিচারের রিয়েলমি ১৫ সিরিজ
প্রো ভার্সনসহ বাংলাদেশে আসছে এআই জিনি ফিচারের রিয়েলমি ১৫ সিরিজ
ইলেকট্রিক মোবিলিটির নতুন দিগন্ত নিয়ে এসেছে আপগ্রেডেড বিওয়াইডি অ্যাটো ৩
ইলেকট্রিক মোবিলিটির নতুন দিগন্ত নিয়ে এসেছে আপগ্রেডেড বিওয়াইডি অ্যাটো ৩
বাংলাদেশে প্রথমবার বাণিজ্যিকভাবে ফাইভ-জি চালু করলো গ্রামীণফোন ও রবি
বাংলাদেশে প্রথমবার বাণিজ্যিকভাবে ফাইভ-জি চালু করলো গ্রামীণফোন ও রবি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top