জামালপুরে তিন দিনব্যাপী সিএস ফেস্ট ২.০ উদ্বোধন

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি : জামালপুরে বেসরকারি ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী সিএস ফেস্ট ২.০ শুরু হয়েছে।

Three-day CS Fest 2.0 inaugurated in Jamalpur
জামালপুরে তিন দিনব্যাপী সিএস ফেস্ট ২.০ উদ্বোধন 




রবিবার (৯ নভেম্বর) থেকে শহরের ফৌজদারী এলাকায় বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে এই উৎসবের আয়োজন করেছে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব। এই আয়োজনে মিডিয়া পার্টনার খবরের কাগজ।

সকালে বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাসের মুক্তমঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবের সভাপতি ফয়সাল আল মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের ট্রেজারার এ কে এম জাওয়াদুল হক, রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম মওলা, কম্পিউটার ক্লাবের মডারেটর সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ফজলে রাব্বী, কম্পিউটার ক্লাবের কো অর্ডিনেটর মো: রাফিউজ্জামান, আল আরমান চৌধুরী আসিফ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ফজলে রাব্বী রুশো, কম্পিউটার ক্লাবের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ শাওনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা বলেন, বিশ^বিদ্যালয়ের কম্পিউটার ক্লাবের আয়োজনে কম্পিউটার সাইন্স ফেস্টিভালের মত এত বড় একটি আয়োজন শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি খাতে দক্ষতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের গত দুই সপ্তাহের অক্লান্ত পরিশ্রমে ক্যাম্পাসে উৎসবের আমেজ তৈরি হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় ক্যাম্পাস মুখর হয়ে উঠেছে। প্রতি বছর এমন উৎসব আয়োজন করার কথা জানান বক্তারা। 

দুপুরে উৎসবের প্রথম দিনে গণিত অলিম্পিয়াড ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

কম্পিউটার ক্লাবের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ শাওন জানান, এবারের সিএস ফেস্ট ২.০ বেশ বড় পরিসরে আয়োজন করা হয়েছে। মোট ৬টি ইভেন্টে সবার অংশগ্রহণের সুযোগ থাকবে।

জামালপুরের ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছে। শুধু গেমিং ইভেন্টে দেশের বিভিন্ন জায়গা থেকে ২ হাজার ২শ জনের বেশী অংশ নিচ্ছে। গেমিংয়ের ৮টি সহ সকল ইভেন্ট মিলে ৪১টি পুরষ্কার রয়েছে, এসব পুরষ্কারের মোট প্রাইজ মানি ৮০ হাজার টাকা। খবরের কাগজ মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হওয়ায় এই আয়োজনটি ভিন্ন মাত্রা পেয়েছে।

উল্লেখ্য, সিএস ফেস্টের প্রথম দিনে গণিত অলিম্পিয়াড, চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে আইসিটি অলিম্পিয়াড, ফ্রি ফায়ার গেমিং প্রতিযোগীতা ও শেষ দিনে অর্থ্যাৎ ১১ নভেম্বর এআই অলিম্পিয়াড, পাবজি গেমিং প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হবে।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


জামালপুর- নিয়ে আরও পড়ুন
বকশীগঞ্জে অবৈধভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা!
বকশীগঞ্জে অবৈধভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা!
৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন
৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন
মেলান্দহে বিএনপি’র হামলায় জামায়াত নেতা আহত
মেলান্দহে বিএনপি’র হামলায় জামায়াত নেতা আহত
জামালপুরে ৬শ দৌড়বিদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত
জামালপুরে ৬শ দৌড়বিদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রেজিং: ২ জনকে ১ মাসের কারাদণ্ড
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রেজিং: ২ জনকে ১ মাসের কারাদণ্ড

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top