জামালপুর প্রতিনিধি : জামালপুরে ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে শহরের ফৌজদারী মোড়ে ছাত্র-জনতা এই গায়েবানা জানাজার আয়োজন করে।
![]() |
| জামালপুরে শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা |
জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, গণ অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, বানারের পাড় ফজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ জয়নুল আবেদীন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস, আমিমুল এহসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেয়ায় শরিফ ওসমান হাদীকে হত্যা করা হয়েছে। তার হত্যাকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। যারা তার হত্যাকারীদের নির্বিঘ্নে ভারতে পালিয়ে যেতে সহায়তা করেছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। সকল বিপ্লবীদের নিরাপত্তা দিতে হবে।
পরে জুলাই যোদ্ধা মোয়াজ আহমেদের ইমামতিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর হাদি ও জুলাই গণঅভ্যূত্থানে শহীদ সকলের আত্মার মাগফেতার কামনা করে বিশেষ দোয়া করা হয়।
জামালপুর- নিয়ে আরও পড়ুন





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জামালপুর- নিয়ে আরও পড়ুন

বকশীগঞ্জ সীমান্ত থেকে ১৮ হাজার ভারতীয় রুপি সহ একজন আটক

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

হাদি হত্যার প্রতিবাদে জামালপুরে রেলপথ ও সড়ক অবরোধ

ইসলামপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

জামালপুরে ডেভিল হান্টে ১৯ জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।