প্রতিবারের মতো
এবারে ঈদের অনেক চমক নিয়ে নির্মাণ হয়েছে ‘ইত্যাদি’। ‘ইত্যাদি’তে অনেক বড় বড়
গল্প, ছায়াছবি ছোট্ট পরিসরে চমত্কারভাবে পূর্বে অনেক দেখানো হয়েছে। তারই
ধারাবাহিকতায় এবার ঈদ ‘ইত্যাদি’তে রয়েছে ৪ মিনিটের একটি পরিবারের মেয়ে দেখা
এবং বিয়ের আলাপ।
ব্যতিক্রমী
এই নাট্যাংশে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনয় তারকা ডলি জহুর, নিমা রহমান, মীর
সাব্বির, প্রাণ রায়, আরফান ও অহনা। গত ১৩ জুন প্রায় ৫ হাজার দর্শকের
উপস্থিতিতে এর ধারণ সম্পন্ন হয়।
‘ইত্যাদি’
বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে। স্পন্সর করেছে যথারীতি কেয়া
কসমেটিকস লিমিটেড। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।